নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। কক্সবাজার মুখী একটি ট্রাক ও বিপরীতমুখি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত ট্রাকচালক ৩৫ বছরের মোহাম্মদ আরমান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার পিয়ার ইসলামের পুত্র।এঘটনায় আরো ৫ জন আহত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় ঘটেছে এ দূর্ঘটনা। দূর্ঘটনা কবলিত গাড়ী ২টি সম্মুখ ভাগের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশ সূত্রে প্রকাশ, মৃত ট্রাকচালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মুখী যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বভাবিক করেন।
দূর্ঘটনা কবলিত গাড়ী ২টি হাইওয়ে থানা পুলিশ হেফজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপের কথা জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।




