বনানী ঢাকা প্রতিনিধিঃ মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ সীমাহীন অপরাধে অভিযুক্ত রাজধানীর মহাখালী সাততালা এলাকার চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান শামীম ওরফে অটো শামীম সহ একদল কিশোর গ্যাং বনানী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মোল্লাকে হত্যার চেষ্টায় হামলা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে বনানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাছির উদ্দিন মোল্লা।
আজ বুধবার (০৯ মার্চ) বনানী থানার ওসি বরাবর লিখিত অভিযোগে নাছির উদ্দিন মোল্লা উল্লেখ করেছেন, (১) মিজানুর রহমান শামীম, পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, ঠিকানা বাসা- আইপিএইচ স্কুলের পিছনে, সাততলা, মহা: (২) সাহাবুদ্দিন, পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, ঠিকানা বাসা-আইপিএইচ কোয়ার্টার পুস্কুনি পাড়, মহাখালী। (৩) রফিক, পিতা-সোবহান, মাতা-অজ্ঞাত, ঠিকানা- আইপিএইচ কোয়ার্টার (মন্দিরের সামনের বাসা) মহাখালী, ঢাকা।
পূর্ব বিবাদের জের ধরে আজ বিবাদীগণ পুকুরপাড় সাততলা বস্তিতে দুপুর সাড়ে ১২ টায় আমি রিক্সা দিয়ে যাওয়ার সময় আমার রিক্সার পিছন থেকে চাপাতি, লোহার রড, লোহার শিকল দ্বারা অতর্কিত হামলা করে। ফলশ্রুতিতে আমার মাথায় ও হাতে কোপ দেওয়ায় আমার মাথায় ও হাতে ব্যাপক জখম হয়েছে। পরবর্তীতে ঢাকা মেডিকেল এ চিকিৎসা নিলে আমার মাথায় ৪ টি সেলাই দেওয়া লাগে। প্রাথমিক চিকিৎসা ও পরিবারের সাথে পরামর্শ করে থানায় এসে বিষয়টি লিপিবদ্ধ করতে বিলম্ব হয়।
এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়ে এসআই আঃ হক আব্বাছিকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
কে এই মিজানুর রহমান শামীম?
শামীম বনানী থানার অন্তর্গত ২০নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া গত ১২ জানুয়ারি, ২০নং ওয়ার্ড শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ৬ মার্চ, জাতীয় শ্রমিক লীগের প্যাডে বনানী থানার সভাপতি মোঃ জুয়েল সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মোল্লা স্বাক্ষরিত আদেশে ২০নং ওয়ার্ড শ্রমিক লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। জানা গেছে, মূলত এই ক্ষোভ থেকেই নাছির উদ্দিন মোল্লার উপর হামলা করেছে শামীম।
অনুসন্ধানে জানা যায়, সাততলা বস্তিতে মাদক ব্যবসা পরিচালনা করেন মিজানুর রহমান শামীম। ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজি করেন। যে কারনে এলাকায় তিনি অটো শামীম নামে পরিচিত। সংবাদ প্রকাশের জের ধরে এর আগে স্থানীয় সাংবাদিক হাবিব সরকার স্বাধীনের উপর সন্ত্রাসী হামলা করেছিল শামীম। সে সময় আদালতে মামলা করেছিলেন স্বাধীন।
এলাকাবাসী অভিযোগ করেন, মিজানুর রহমান শামীমকে শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হলেও তিনি এখনও নিজেকে ২০নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দাবি করেন। এই পরিচয়ে করেন অনৈতিক কর্মকাণ্ড। বিভিন্ন উৎসব কিংবা দিবসকে উপলক্ষ করে এলাকায় ব্যানার-ফেস্টুন ঝুলান। যেখানে অবৈধভাবে নিজের পদ লিখেন, সাধারণ সম্পাদক, ২০নং ওয়ার্ড শ্রমিক লীগ।
Post Views: 384




