সরকার রাজীব: আমি মোঃ শাহীন।গতকাল মঙ্গলবার (২৭ আগষ্ট) “দি ক্রাইম” পত্রিকার অনাইন ভার্সনে “মহাখালীতে এক বখাটের বিরুদ্ধে অপহরণ চেষ্টা ও প্রতারণার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদের তথ্য আমি আপনাদের প্রতিনিধিকে সরবরাহ করেছিলাম। যা সত্য নয়। ভুল বসত আমি না বুঝে প্রতিনিধিকে অসত্য ভুল তথ্য দিই।
সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়গুলো বাদীর সাথে বিবাদীর আপোষ হয়েছে বিধায় তার বিরুদ্ধে আমার ও অন্যকারো আর কোনো অভিযোগ নেই। আমার কারণে আপনার গণমাধ্যমের সম্মান হানি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত।
Post Views: 258




