মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় চিংড়িজোনে ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে ১০টি অস্ত্র, ১২ বোরের ৫২ রাউন্ড গুলি, ২টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন ও ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। গত সোমবার গভীর রাতে চিংড়িজোনের রামপুর ও চরণদ্বীপে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেলাল হোসেন (৪৫), পিতা-আকবার আহম্মেদ, কামাল আহম্মেদ (৪২), পিতা-আকবর আহম্মেদ, আব্দুল মালেক (৩২), পিতা-আকবর আহম্মেদ (৩২), নুরুল আমিন (৩৫), পিতা-মৃত জহির আহম্মেদ সর্ব সাং কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় মৎস্যজীবিরা জানান, গত কয়েকমাস ধরে চকরিয়ার চিংড়িজোনের রামপুর ও চরণদ্বীপ মৌজায় ৩০-৩৪ জনের একদল অস্ত্রধারী হাজার হাজার চিংড়িঘের দখল করেছে। অস্ত্রধারী চিংড়িরঘের গুলো দখলে নিয়ে লুটপাট চালাচ্ছে। সেখান থেকে লাখ লাখ টাকার মাছ, জাল ও মাছ আহরণে ব্যবহৃত মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। ঘের মালিকরা দখলবাজের বিরুদ্ধে চকরিয়া থানায় অভিযোগ দেওয়ার পরও কোন ধরণের প্রতিকার পাচ্ছে না। ফলে অব্যাহত দখলের কারণে চিংড়ি চাষিরা হাল ছেড়ে দিয়ে অসহায় হয়ে পড়েছেন।

এদিকে চকরিয়ার চিড়িজোনে দখল-বেদখলের ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়নি বলে জানান চকরিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, চিংড়িজোনে দখল বেদখলের ঘটনা ঘটলেও এতোদিন কেউ অভিযোগ দেয়নি। অনেকে অভিযোগ দিলেও ঘের গুলো নিজের মালিকানাধীন নয়। তারাও কোন না কোনভাবে চিংড়িঘের গুলো দখল করে ভোগ করছেন।

অপরদিকে চকরিয়ার চিংড়িজোনে দখল-বেদখলের ঘটনা নিয়ে অভিযোগের পর অভিযানে নামেন র‌্যাব-১৫। সোমবার গভীর রাতে একদল র‌্যাবের সদস্য চকরিয়ার চিংড়িজোন খ্যাত রামপুর ও চরণদ্বীপে ব্যাপক অভিযান পরিচালনা করেন। এসময় চিংড়িজানে অবৈধভাবে দখলে থাকা ডাকাতদের করার চেষ্ঠা করেন। পরে বিপুল পরিমান অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৫ এর দল। তাদের কাছ থেকে ১০টি অস্ত্র, ১২ বোরের ৫২ রাউন্ড গুলি, ২টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন ও ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। এসব ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও র‌্যাবের-১৫ পক্ষ থেকে জানানো হয়।

মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় চিংড়িজোনে ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে ১০টি অস্ত্র, ১২ বোরের ৫২ রাউন্ড গুলি, ২টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন ও ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। গত সোমবার গভীর রাতে চিংড়িজোনের রামপুর ও চরণদ্বীপে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেলাল হোসেন (৪৫), পিতা-আকবার আহম্মেদ, কামাল আহম্মেদ (৪২), পিতা-আকবর আহম্মেদ, আব্দুল মালেক (৩২), পিতা-আকবর আহম্মেদ (৩২), নুরুল আমিন (৩৫), পিতা-মৃত জহির আহম্মেদ সর্ব সাং কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় মৎস্যজীবিরা জানান, গত কয়েকমাস ধরে চকরিয়ার চিংড়িজোনের রামপুর ও চরণদ্বীপ মৌজায় ৩০-৩৪ জনের একদল অস্ত্রধারী হাজার হাজার চিংড়িঘের দখল করেছে। অস্ত্রধারী চিংড়িরঘের গুলো দখলে নিয়ে লুটপাট চালাচ্ছে। সেখান থেকে লাখ লাখ টাকার মাছ, জাল ও মাছ আহরণে ব্যবহৃত মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। ঘের মালিকরা দখলবাজের বিরুদ্ধে চকরিয়া থানায় অভিযোগ দেওয়ার পরও কোন ধরণের প্রতিকার পাচ্ছে না। ফলে অব্যাহত দখলের কারণে চিংড়ি চাষিরা হাল ছেড়ে দিয়ে অসহায় হয়ে পড়েছেন।

এদিকে চকরিয়ার চিড়িজোনে দখল-বেদখলের ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়নি বলে জানান চকরিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, চিংড়িজোনে দখল বেদখলের ঘটনা ঘটলেও এতোদিন কেউ অভিযোগ দেয়নি। অনেকে অভিযোগ দিলেও ঘের গুলো নিজের মালিকানাধীন নয়। তারাও কোন না কোনভাবে চিংড়িঘের গুলো দখল করে ভোগ করছেন।

অপরদিকে চকরিয়ার চিংড়িজোনে দখল-বেদখলের ঘটনা নিয়ে অভিযোগের পর অভিযানে নামেন র‌্যাব-১৫। সোমবার গভীর রাতে একদল র‌্যাবের সদস্য চকরিয়ার চিংড়িজোন খ্যাত রামপুর ও চরণদ্বীপে ব্যাপক অভিযান পরিচালনা করেন। এসময় চিংড়িজানে অবৈধভাবে দখলে থাকা ডাকাতদের করার চেষ্ঠা করেন। পরে বিপুল পরিমান অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৫ এর দল। তাদের কাছ থেকে ১০টি অস্ত্র, ১২ বোরের ৫২ রাউন্ড গুলি, ২টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন ও ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। এসব ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও র‌্যাবের-১৫ পক্ষ থেকে জানানো হয়।