নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়ায় পৌরশহর চিরিঙ্গা আল ফরিদ আবাসিক হোটেলে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে অস্ত্র সহ গ্রেফতার করেছে। ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে আজ বধুবার (২৬ জুন) সন্ধ্যা সাতটায় চকরিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিরিঙ্গা একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার কামরুল ইসলাম ছোটন (১৯), মাহমুদুল করিম(২৮),. তায়েবুল ইসলাম(২২), আরফাতুল ইসলাম(২২), মিনহাজুর রহমান নয়ন(২৯)।
চকরিয়া থানা মারফত জানা যায়, চকরিয়া পৌরসভাস্থ কাঁচা বাজার সংলগ্ন হোটেল আল ফরিদ হোটেলের ৪র্থ তলার দক্ষিণ পাশের ১১ নম্বর কক্ষে থেকে এদের আটক করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী আরো জানান চক্রটি দীর্ঘদিন ধরে মটরসাইকেল চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানান ধরনের কার্যকলাপ চালিয়ে আসছে। আমারা গোপন সূত্রে জানতে পারি চক্রটি আল ফরিদ আবাসিক হোটেলের ১১নং কক্ষে অবস্থান করছে। এই খবরের সুত্র ধরে আমার নেতৃত্বে একটা চৌকস টীম ৫জনকে গ্রেফতার সহ মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করি। এ ব্যাপার মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।




