আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জনতার উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাজী মোজাম্মেল হক আনারস প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দু’বারের উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী (দোয়াতকলম)।

কাজী মোজাম্মেল হক ভোট পেয়েছেন ৫৮ হাজার ৮শ ৩০ ভোট। তৌহিদুল হক চৌধুরী ৩৬ হাজার ৮শ ৭ ভোট। এ ছাড়া ৩১ হাজার ১শ ৫৭ ভোট পেয়ে এম এ মান্নান মান্না (চশমা) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর (টিয়াপাখি) তিনি ৩০ হাজার ৩ শ ৩৭ ভোট পেয়েছেন।

এডভোকেট চুমকি চৌধুরী (হাঁস) ৪৫ হাজার ৯শ ৪০ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পারভিন হাবিব (কলস)। তিনি ভোট পান ২৫ হাজার ৮২ ভোট।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার আবু জাফর ছালেহ বেসরকারিভাবে বুধবার রাতে বিজয়ী ফলাফলে ঘোষণা করেছেন। এবারের উপজেলা নির্বাচন সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সমর্থিত প্রার্থীর ভরাডুবি হয়েছে।

অপরদিকে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি সমর্থিত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে। বুধবার নির্বাচনে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে পছন্দনীয় প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট কেন্দ্রে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। কয়েকটি ভোট কেন্দ্রে ছোটখাটো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে।

আনোয়ারা উপজেলায় পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বিজয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আনোয়ারাকে স্মার্ট উপজেলায় পরিণত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। এলাকার সমস্যাদি চিহ্নিত করে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেয়া হবে ।

আনোয়ারা উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। আনোয়ারা উপজেলাকে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের প্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে দীর্ঘদিন পর সর্বোচ্চ ভোটারের উপস্থিতির মধ্যদিয়ে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচনে ৭৪ টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১শ৯ জন ভোটার।

এছাড়া নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদ প্রার্থী সুগ্রীব মজুমদার দোলন (তালা) পেয়েছেন ১৯ হাজার ৯শ ৭১ ভোট, সালাউদ্দিন সারো (টিউবওয়েল) পেয়েছেন ৬ হাজার ৬ শ১৮ ভোট,সন্তোষ কুমার দে(বই) পেয়েছেন ৩ হাজার ৫শ ৫৪ ভোট ও প্রদীপ দত্ত (মাইক) পেয়েছেন ২ হাজার ৩শ ৪৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগম পেয়েছেন ২৩ হাজার ৪শ ৮০ ভোট।

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জনতার উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাজী মোজাম্মেল হক আনারস প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দু’বারের উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী (দোয়াতকলম)।

কাজী মোজাম্মেল হক ভোট পেয়েছেন ৫৮ হাজার ৮শ ৩০ ভোট। তৌহিদুল হক চৌধুরী ৩৬ হাজার ৮শ ৭ ভোট। এ ছাড়া ৩১ হাজার ১শ ৫৭ ভোট পেয়ে এম এ মান্নান মান্না (চশমা) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর (টিয়াপাখি) তিনি ৩০ হাজার ৩ শ ৩৭ ভোট পেয়েছেন।

এডভোকেট চুমকি চৌধুরী (হাঁস) ৪৫ হাজার ৯শ ৪০ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পারভিন হাবিব (কলস)। তিনি ভোট পান ২৫ হাজার ৮২ ভোট।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার আবু জাফর ছালেহ বেসরকারিভাবে বুধবার রাতে বিজয়ী ফলাফলে ঘোষণা করেছেন। এবারের উপজেলা নির্বাচন সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সমর্থিত প্রার্থীর ভরাডুবি হয়েছে।

অপরদিকে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি সমর্থিত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে। বুধবার নির্বাচনে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে পছন্দনীয় প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট কেন্দ্রে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। কয়েকটি ভোট কেন্দ্রে ছোটখাটো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে।

আনোয়ারা উপজেলায় পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বিজয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আনোয়ারাকে স্মার্ট উপজেলায় পরিণত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। এলাকার সমস্যাদি চিহ্নিত করে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেয়া হবে ।

আনোয়ারা উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। আনোয়ারা উপজেলাকে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের প্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে দীর্ঘদিন পর সর্বোচ্চ ভোটারের উপস্থিতির মধ্যদিয়ে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচনে ৭৪ টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১শ৯ জন ভোটার।

এছাড়া নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদ প্রার্থী সুগ্রীব মজুমদার দোলন (তালা) পেয়েছেন ১৯ হাজার ৯শ ৭১ ভোট, সালাউদ্দিন সারো (টিউবওয়েল) পেয়েছেন ৬ হাজার ৬ শ১৮ ভোট,সন্তোষ কুমার দে(বই) পেয়েছেন ৩ হাজার ৫শ ৫৪ ভোট ও প্রদীপ দত্ত (মাইক) পেয়েছেন ২ হাজার ৩শ ৪৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগম পেয়েছেন ২৩ হাজার ৪শ ৮০ ভোট।