মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি: জায়গা সম্পত্তিকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িঘরে হামলা ও ১৫ লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার লুঠ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।। ঘটনাটি ঘটেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন কৈয়ারধারি দক্ষিণ পাড়া মৃত নুর আহম্মেদ এর ছেলে ওমান প্রবাসী মোঃ কাওসারের পরিবারের উপর।
প্রবাসী কাওসার জানান, বেশ কিছু দিন পূর্বে ওমান থেকে দেশে আসে ঘর নির্মাণের জন্য সমাজের লোকের উপস্থিতিতে ঘর নির্মাণের জায়গা নির্ধারণ করে। এমন অবস্থায় একেই গ্রামের বাসিন্দা মোঃ মমিনুল হক ও তার ছেলে রকি, আব্দুল মতিন বাড়ির কাজে বাধা প্রদান করেন। পরবর্তীতে প্রবাসী কাওসার সকল কাগজ পত্র ও ২৪২ বি এস খতিয়ান সহ চেয়ারম্যান ও সমাজের বিচারকদের কাছে হস্তান্তর করিলে বিচারক ও চেয়ারম্যান কাগজ পত্র বৈধ দেখে কাওসারকে বাড়ির কাজ করার অনুমতি প্রদান করেন।
কাওসার আরো জানান, কিন্তু গ্রামের বিচারকের রায় অমান্য করে গত বৃহস্পতিবার রাতে মমিনুল হক ও তার ছেলে রকি বিভিন্ন জায়গায় থেকে সন্ত্রাসী এনে প্রবাসী কাওসারের পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায়। এমন কি ঘরে ঢুকে ভাংচুর করে প্রায় ১৫ লক্ষ টাকা লুঠ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। বাড়িতে থাকা কাওসারের স্ত্রী ও বোন সন্ত্রাসীদেরকে বাধা দিলে উল্টো বাড়িতে থাকা মহিলাদের উপর বিভিন্ন নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয় বলে অভিযোগ করেন প্রবাসী কাওসার।
কি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য থানার উদ্দেশ্যে রওনা দিলে বিভিন্ন স্পটে প্রবাসী কাওসারের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা চালায় মমিনুল হকের পুত্র রকি।বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী কাওসার ও কাওসারের পরিবার। এমন অবস্থা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ওমান প্রবাসী মোঃ কাওসার।




