আন্তর্জাতিক ডেস্ক: উত্তর গাজায় এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের বাধার কারণে ফিলিস্তিনিদের ‘জীবন রক্ষাকারী’ খাদ্যের সরবরাহ স্থগিত করেছে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)।
ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ্পে লাজারিনি তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি স্ট্যাটাসে বলেছেন, এটি একটি মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষ। না খেতে পেয়ে উত্তর গাজার মানুষজন বাধ্য হয়ে এখন ঘাস খাচ্ছেন। এতে করে এখানকার মানুষ বিশেষ করে শিশুরা অনাহারে মারা যাচ্ছে। যারা বেঁচে আছে, তারা প্রচণ্ড অপুষ্টিতে ভোগছে।
ফিলিপ্পে লাজারিনি আরো বলেন, গত ২৩ জানুয়ারি শেষবারের মতো উত্তর গাজায় ত্রাণ পাঠাতে পেরেছিল ইউএনআরডব্লিউএ। রবিবার পোস্ট করা তার স্ট্যাটাসে তিনি জরুরিভিত্তিতে উত্তর গাজায় ত্রাণ পাঠানোর অনুমোতি চান। খবর: ইউরো নিউজের।
তিনি আরো বলেন, আমাদের এ আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না, সবাই যেনো বধির হয়ে গেছে। এটা একটা মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষ।
গাজায় গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলি বাহিনী ১১ লাখ ফিলিস্তিনিকে উত্তর গাজা থেকে উপত্যকাটির দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেয়। খালি করার নির্দেশ দেয়া এলাকার মধ্যে রয়েছে গাজা সিটিও। যুদ্ধ শুরুর আগে গাজার সবচেয়ে জনবহুল এলাকা ছিল এটি।
ইসরায়েলের ওই নির্দেশের পর উত্তর গাজার অধিকাংশ বাসিন্দা অন্যত্র সরে যান। তবে কয়েক লাখ মানুষ সেখানেই থেকে যান কিংবা ইসরায়েলি সেনাদের অবরোধের মুখে এলাকা ছেড়ে পালিয়ে যেতে পারেননি।




