নিজস্ব প্রতিবেদক: খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের টহল দল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা হ’তে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আজ শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার দৌলতপুর এলাকার মোঃ নয়ন(২৭)।
ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে বাসের জন্য অপেক্ষামান যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ।
এই তথ্যের ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মোঃ সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 279




