গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও নাকাই ইউনিয়নে সোমবার (১৭ জুলাই) উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ৭ নম্বর তালুককানুপুরে শুধু চেয়ারমান এবং ৮ নম্বর নাকাই ইউপির ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৫ মে’২০২৩ তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার ও ১২ মে’২০২৩ নাকাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য শামছুল হুদা আল-আমিন মৃত্যুবরণ করায় উক্ত পদ দু’টি শূন্য হয়। বিধি মোতাবেক ৯০ দিনের মধ্যে পদ দু’টিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপ-নির্বাচনে তালুককানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ আলম মণ্ডল, স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মোস্তফা আশরাফুল ইসলাম এবং (মোটর সাইকেল প্রতীক) নিয়ে আনিসুজ্জামান বিদ্যুৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে ৮ নং নাকাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উপ- নির্বাচনে সদস্য পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবুল কালাম আজাদ (তালা); মোখলেছুর রহমান (ফুটবল); ছিদ্দিকুর রহমান (টিউবয়েল) ও আপেল মিয়া (মোরগ) লড়ছেন।
নির্বাচনে তালুককানুপুর ইউনিয়নে ১৩ টি কেন্দ্রে ৩০ হাজার ৫’শ ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার এবং নাকাই ইউনিয়নের ১ টি কেন্দ্রে ১ হাজার ৮’শ ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আব্দুর রশিদ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে ইতিমধ্যেই ১৪ জন প্রিজাইডিং, ৭৮ জন সহকারী প্রিজাইডিং ও ১৫৬ জন পোলিং অফিসার নিয়োগ ও গত শুক্রবার (১৪ জুলাই) তাদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনে তালুককানুপুর ইউনিয়নের ১৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলো হল সমসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়; উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এদিকে উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. কামাল হোসেন। শনিবার বিকেলে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
পুলিশ সুপার কামাল হোসেন এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন, যে কোনো মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে এ উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, ওসি ডিবি মোখলেসুর রহমান, পরিদর্শক (তদন্ত) বুলবুল হোসেন সহ অন্যান্যরা।
আইন-শৃঙ্খলা বিষয়ক তথ্য সংগ্রহে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, উপ-নির্বাচনে ৭ স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৭ জন আনসার, ৫ জন পুলিশ, ১ প্লাটুন বিজিবি সদস্য সহ র‌্যাব, ডিএসবি, ডিবি এবং ৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃতত্বে কুইক স্পন্স টিম, স্ট্যাকিং ফোর্স সহ মোবাইল টিম টহলে থাকবে।
একনজরে : ১. ফুলবাড়ী স.প্রা.বিদ্যালয় ভোটার ২২১৮ (পুরুষ ১০৮৬ ও মহিলা ১১৩২) এবং বুধ সংখ্যা ৫; ২. দামোদরপুর স.প্রা.বিদ্যালয় ভোটার ১২২৫ (পুরুষ ৫৯৩ ও মহিলা ৬৩২) এবং বুথ সংখ্যা ৩; ৩. ছোট নারিচাগাড়ী হাম্মাদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোটার ২০১৯ (শুধু পুরুষ) এবং বুথ সংখ্যা ৪; ৪. ছোট নারিচাগাড়ী স.প্রা.বিদ্যালয় ভোটার ২০৮৩(শুধু মহিলা) এবং এবং বুথ সংখ্যা ৫; ৫. দেবপুর স.প্রা.বিদ্যালয় ভোটার ২৭৮৪ (পুরুষ ১৩৮৭ ও মহিলা ১৩৯৭) এবং বুথ সংখ্যা ৭; ৬. চক সিংহডাঙ্গা স.প্রা.বিদ্যালয় ভোটার ২৮৫৯ (পুরুষ ১৪০৯ ও মহিলা ১৪৫০) এবং বুথ সংখ্যা ৭; ৭. তালুককানুপুর উচ্চ বিদ্যালয় ভোটার ৩৮৯২ (পুরুষ ১৮৬২ ও মহিলা ২০৩০) এবং বুথ সংখ্যা ৯; ৮. উত্তরপাড়া স.প্রা.বিদ্যালয় ভোটার ১৮২২ (পুরুষ ৮৬৩ ও মহিলা ৯৫৯) এবং বুথ সংখ্যা ৫; ৯. সমসপাড়া স.প্রা.বিদ্যালয় ভোটার ১৪৫২ (পুরুষ ৭২০ ও মহিলা ৭৩২) এবং বুথ সংখ্যা ৪; ১০. তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (টিনসেড, পুরুষ) কেন্দ্রে ভোটার ১৯৯৭ এবং বুথ সংখ্যা ৪; ১১. তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (পাকাভবন, মহিলা) ভোটার ০৯৯) এবং বুথ সংখ্যা ৫; ১২. সুন্দইল স.প্রা.বিদ্যালয় ভোটার ৩৪৫২ (পুরুষ ১৬৮৫ ও মহিলা ১৭৬৭) এবং বুথ সংখ্যা ৮; ১৩. মথুরাপুর স.প্রা.বিদ্যালয় ভোটার ২৬৯০ (পুরুষ ১৩৪৩ ও মহিলা ১৩৫০) এবং বুথ সংখ্যা ৭।
অপরদিকে নাকাই ইউনিয়নের রথেরবাজার বাদল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার ১৮৪০ (পুরুষ ৯১৩ ও মহিলা ৯২৭) এবং বুথ সংখ্যা ৫। এছাড়াও একই দিন সীমানা জটিলতা কাটায় জেলার সুন্দরগঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হবে। মোট ভোটার ২৫ হাজার ৫৬৪ জন। চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করবে।
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও নাকাই ইউনিয়নে সোমবার (১৭ জুলাই) উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ৭ নম্বর তালুককানুপুরে শুধু চেয়ারমান এবং ৮ নম্বর নাকাই ইউপির ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৫ মে’২০২৩ তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার ও ১২ মে’২০২৩ নাকাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য শামছুল হুদা আল-আমিন মৃত্যুবরণ করায় উক্ত পদ দু’টি শূন্য হয়। বিধি মোতাবেক ৯০ দিনের মধ্যে পদ দু’টিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপ-নির্বাচনে তালুককানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ আলম মণ্ডল, স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মোস্তফা আশরাফুল ইসলাম এবং (মোটর সাইকেল প্রতীক) নিয়ে আনিসুজ্জামান বিদ্যুৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে ৮ নং নাকাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উপ- নির্বাচনে সদস্য পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবুল কালাম আজাদ (তালা); মোখলেছুর রহমান (ফুটবল); ছিদ্দিকুর রহমান (টিউবয়েল) ও আপেল মিয়া (মোরগ) লড়ছেন।
নির্বাচনে তালুককানুপুর ইউনিয়নে ১৩ টি কেন্দ্রে ৩০ হাজার ৫’শ ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার এবং নাকাই ইউনিয়নের ১ টি কেন্দ্রে ১ হাজার ৮’শ ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আব্দুর রশিদ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে ইতিমধ্যেই ১৪ জন প্রিজাইডিং, ৭৮ জন সহকারী প্রিজাইডিং ও ১৫৬ জন পোলিং অফিসার নিয়োগ ও গত শুক্রবার (১৪ জুলাই) তাদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনে তালুককানুপুর ইউনিয়নের ১৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলো হল সমসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়; উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এদিকে উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. কামাল হোসেন। শনিবার বিকেলে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
পুলিশ সুপার কামাল হোসেন এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন, যে কোনো মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে এ উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, ওসি ডিবি মোখলেসুর রহমান, পরিদর্শক (তদন্ত) বুলবুল হোসেন সহ অন্যান্যরা।
আইন-শৃঙ্খলা বিষয়ক তথ্য সংগ্রহে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, উপ-নির্বাচনে ৭ স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৭ জন আনসার, ৫ জন পুলিশ, ১ প্লাটুন বিজিবি সদস্য সহ র‌্যাব, ডিএসবি, ডিবি এবং ৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃতত্বে কুইক স্পন্স টিম, স্ট্যাকিং ফোর্স সহ মোবাইল টিম টহলে থাকবে।
একনজরে : ১. ফুলবাড়ী স.প্রা.বিদ্যালয় ভোটার ২২১৮ (পুরুষ ১০৮৬ ও মহিলা ১১৩২) এবং বুধ সংখ্যা ৫; ২. দামোদরপুর স.প্রা.বিদ্যালয় ভোটার ১২২৫ (পুরুষ ৫৯৩ ও মহিলা ৬৩২) এবং বুথ সংখ্যা ৩; ৩. ছোট নারিচাগাড়ী হাম্মাদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোটার ২০১৯ (শুধু পুরুষ) এবং বুথ সংখ্যা ৪; ৪. ছোট নারিচাগাড়ী স.প্রা.বিদ্যালয় ভোটার ২০৮৩(শুধু মহিলা) এবং এবং বুথ সংখ্যা ৫; ৫. দেবপুর স.প্রা.বিদ্যালয় ভোটার ২৭৮৪ (পুরুষ ১৩৮৭ ও মহিলা ১৩৯৭) এবং বুথ সংখ্যা ৭; ৬. চক সিংহডাঙ্গা স.প্রা.বিদ্যালয় ভোটার ২৮৫৯ (পুরুষ ১৪০৯ ও মহিলা ১৪৫০) এবং বুথ সংখ্যা ৭; ৭. তালুককানুপুর উচ্চ বিদ্যালয় ভোটার ৩৮৯২ (পুরুষ ১৮৬২ ও মহিলা ২০৩০) এবং বুথ সংখ্যা ৯; ৮. উত্তরপাড়া স.প্রা.বিদ্যালয় ভোটার ১৮২২ (পুরুষ ৮৬৩ ও মহিলা ৯৫৯) এবং বুথ সংখ্যা ৫; ৯. সমসপাড়া স.প্রা.বিদ্যালয় ভোটার ১৪৫২ (পুরুষ ৭২০ ও মহিলা ৭৩২) এবং বুথ সংখ্যা ৪; ১০. তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (টিনসেড, পুরুষ) কেন্দ্রে ভোটার ১৯৯৭ এবং বুথ সংখ্যা ৪; ১১. তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (পাকাভবন, মহিলা) ভোটার ০৯৯) এবং বুথ সংখ্যা ৫; ১২. সুন্দইল স.প্রা.বিদ্যালয় ভোটার ৩৪৫২ (পুরুষ ১৬৮৫ ও মহিলা ১৭৬৭) এবং বুথ সংখ্যা ৮; ১৩. মথুরাপুর স.প্রা.বিদ্যালয় ভোটার ২৬৯০ (পুরুষ ১৩৪৩ ও মহিলা ১৩৫০) এবং বুথ সংখ্যা ৭।
অপরদিকে নাকাই ইউনিয়নের রথেরবাজার বাদল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার ১৮৪০ (পুরুষ ৯১৩ ও মহিলা ৯২৭) এবং বুথ সংখ্যা ৫। এছাড়াও একই দিন সীমানা জটিলতা কাটায় জেলার সুন্দরগঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হবে। মোট ভোটার ২৫ হাজার ৫৬৪ জন। চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করবে।