মশিউর রহমান, রংপুর প্রতিনিধি: রংপুরে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও মাসিক সমন্বয় সভা গতকাল ২০ আগস্ট শনিবার সাড়ে ১১ টায় সেন্ট্রাল রোডস্থ স্বাদ কানন হল রুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রোস্তম আলী, এসইভিপি এন্ড ইন্চার্জ রংপুর ও রাজশাহী বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির এসভিপি ও ডিজিএম বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ কাওসার আলী ইভিপি এন্ড ইনচার্জ রংপুর ডিভিশন ও রংপুর বিভাগের পক্ষে লালমনিরহাট,কুড়িগ্রাম, গাইবান্ধা ও দিনাজপুরের এসভিপি ও ডিজিএম বৃন্দ উপস্থিত ছিলেন।
এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স কোম্পানির পেশায় তারা নিজেকে কতোটা স্বাবলম্বী করতে পেরেছেন, বেকার ভাই ও বোনদের কাজ করার আহ্বান জানানো এবং গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেয়ার প্রত্যাশা নিয়ে সকল বিষয় আলোচনা করেন।
রোস্তম আলী বলেন, এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স একটি পূর্ণাঙ্গ ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি, তাই সকল ইন্সুরেন্স কোম্পানির সেবার উর্ধে কোম্পানি কাজ করে যাচ্ছেন। এই কোম্পানিতে গ্ৰাহকরা সবকিছু তথ্য ঘরে বসেই নিতে পারবে, সবটাই অনলাইন সার্ভিস,পলিসি করা থেকে, প্রিমিয়াম পদ্ধতি, পলিসি সার্ভাইভাল বেনিফিট, ব্যাংকিং সিস্টেম যা অন্য কোম্পানিতে নাই। এই কোম্পানির সর্বোচ্চ সেবা যা রেকর্ড করেছে মৃত্যুদাবীর চেক হস্তান্তর মাত্র ৭২ ঘন্টা সময়ের মধ্যে, কোম্পানির চেয়ারম্যান এই ৭২ ঘন্টার আগে চেক হস্তান্তর করার উদ্যোগ নিচ্ছেন বলেও আলোচনা করেন তিনি।
কোম্পানির রংপুর জেলা সার্ভিস সেন্টার ইনচার্জ মোছাঃ নীলুফা ইয়াসমিন বলেন, এই কোম্পানিতে কাজ করে অনেক সাচ্ছন্দবোধ করছেন তিনি এর আগেও অন্য কোম্পানিতে ১৬ বছর কাজ করেও গ্ৰাহকদের যে সুবিধা দিতে পারেনি, কিন্তু এই এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স কোম্পানি তা করে দেখিয়েছেন। আমরা আরও ভালো করার প্রত্যাশায় কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই কোম্পানির অনলাইন সার্ভিস যা গ্ৰাহকদের জন্য আকর্ষণীয় ,বর্তমান বাংলাদেশ সরকার ইন্সুরেন্স কোম্পানিকে ইদরার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আওয়াতাধীন অর্থমন্ত্রনালয়ের মাধ্যমে পরিচালনা করছেন, যা আগে বানিজ্যমন্ত্রনালয় পরিচালনা করতো। বাংলাদেশ সরকার ইন্সুরেন্স বাধ্যতামূলক করার প্রত্যয় কাজ করে যাচ্ছেন। রংপুর জেলার টার্গেট পুরনে সকল এফএ,ইউএম,বিএম ও ডিজিএম দের বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি।
রংপুর জেলার ডিজিএম মোছাঃ আরাফা ইয়াসমিন বলেন, এই কোম্পানির গুনের কথা বলে শেষ করার মত নয়, তিনি এখানে কাজ করে অনেক ধন্য মনে করেন,এই কোম্পানির সকল সেবা সমুহ একজন গ্ৰাহকের জন্য অতি সহজ ও লাভ জনক। যা আগে কোন কোম্পানি এমন সুবিধা দিতে পারেনি, ঘরে বসে পলিসি চালু করা, ঘরে বসে প্রিমিয়াম জমা দেয়া থেকে শুরু করে সব কিছুই যেনো না চাইতেই সব পাওয়া। তিনি সকল শিক্ষিত বেকার ভাই ও বোনদের এই পেশায় যোগদানের আহ্বান জানান। কোম্পানির পলিসি সমুহ যেমন হজ্ব, দেনমোহর, স্বাস্থ্য, পেনশন, শিক্ষা, ফিক্সড ডিপোজিট, মাসিক মুনাফা ডিপোজিট, ডিপিএস, তিন কিস্তি, চার কিস্তি পলিসি গ্ৰহন করা যায়।সবশেষেকোম্পানির সকল নিতিমালা অনুযায়ী মাসিক টার্গেট পূরণে সকল এফএ, ইউএম ও বিএমদের দিক নির্দেশনা সহ সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
সভাপতির বক্তব্যে কাওসার আলী জানান,আমরা কোম্পানির পক্ষ থেকে যারা কাজ করতে আগ্ৰহী তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, কোম্পানির এই ট্রেইনার সিস্টেম সত্যিই সকল এফএ ইউএমদের জন্য অনেক সহজ হবে ইনশাআল্লাহ,যারা এই ট্রেনিংএ অংশগ্রহণ করবেন তারা আগামী মাসের মধ্যে রংপুর অফিসে যোগাযোগ করতে বলেন তিনি।
শেষে দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।




