বিশেষ প্রতিবেদক: উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানবাহন। সড়কে যানবাহন নিয়ন্ত্রণের জন্য দীর্ঘদিন ধরে গবেষণা করে যাচ্ছে মাস আরএন্ডডি।
গত সোমবার (৪ জুলাই) উক্ত প্রকল্পের উন্নয়ন অগ্রগতি নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে মাস আরএন্ডডি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে উক্ত প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদনের সাথে ই-ট্রাফিক কনট্রোলের উপকারিতা সর্ম্পকে মাস গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান ‘আরএন্ডডি’র পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, মাস গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান আরএন্ডডি’র যুগান্তকারী প্রকল্প আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার কাজ ইতোমধ্যে নগরীর ব্যস্ততম রাস্তা কাজীর দেউড়ি মোড়ে শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে চসিক মেয়র কার্যালয়ে প্রকল্পের উন্নয়ন কাজের সামগ্রিক অগ্রগতি প্রতিবেদন ও অটোমেটেড ট্রাফিক কনট্রোল সিস্টেম উপস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. নাসির উদ্দিন।
মেয়র কে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা ই-ট্রাফিক কনট্রোল কাজের উন্নয়ন ও অগ্রগতির সার্বিক প্রতিবেদন বিষয়ে নানা তথ্য উপাত্ত দিয়ে বাস্তব চিত্র তুলে ধরেন মাস আরএন্ডডি’র গবেষক ও উপদেষ্টা আর্কিটেক্ট শাহিনুল ইসলাম খান; সাবেক চীফ টাউন প্ল্যানার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও গবেষণা সমন্বয়কারী প্রকৌশলী মোহাম্মদ শামীম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ, মাস গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল করিম খান, তিলোত্তমা’র পরিচালক শাহেলা আবেদীনসহ মাস গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান আরএন্ডডি’র ই-ট্রাফিক ব্যবস্থাপনার সাথে জড়িত সকল সদস্যবৃন্দ।




