ক্রাইম প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ রোববার (১২ জুন) সকালে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মুরাদপুর এলাকায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকার কারণে জামান এক্সক্লুসিভ বিরানী হাউজকে একলক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া কাতালগঞ্জ হাটাজারী রোডে নির্মাণ সামগ্রী রাখার দায়ে ফিনলে এন এস মেরিগোল্ডকে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা পরিচালানা করার অপরাধে একব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মশক নিধনের ঔষধ ছিটানোর কাজে প্রতিবন্ধকতা অপসারনের জন্য শুলকবহর ও চকবাজার ওয়ার্ডে কার্যক্রম তদারকি করা হয়।
Post Views: 298




