আদালত প্রতিবেদক: নগরীর চকবাজারের জয়নগরে ঘুমন্ত দুই বোনকে এসিড নিক্ষেপের মামলায় দুই ভাই-বোনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন একটি আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতের বিচারক নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।দন্ডপ্রাপ্তরা হলেন, শারমিন ফারজানা সাকি ও ইফতেখার লতিফ সাদি। তার দুইজন আপন ভাই বোন। এরা দুইজন ভিকটিমের আপন খালাতো ভাই-বোন ছিলেন।রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত প্রকৌশলী এড. তসলিম উদ্দিন বলেন, চকবাজারের জয়নগরে আপন দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় আপন দুই ভাই-বোনকে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত শারমিন ফারজানা সাকিকে ৫০ হাজার টাকা এবং ইফতেখার লতিফ সাদিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই বোনের বাবা আনোয়ারুল মোমিন।

তিনি বলেন, রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। আমরা ন্যায় বিচার পেয়েছি।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২ অক্টোবর চট্টগ্রামের চকবাজার থানার জয়নগর এলাকার ঘুমন্ত দুই বোনকে এসিড নিক্ষেপ করেছিলেন তাদের খালাতো বোন শারমিন ফারজানা। খালাতো বোনের সৌন্দর্য, নিজের আগে বিয়ে ঠিক হওয়া ঈর্ষান্বিত হয়ে ঘুমন্ত দুই বোন মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে এসিড নিক্ষেপ করেছিলেন শারমিন। তখন এ ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে নিজের মুখেও হালকা এসিড মেরেছিলো শারমিন। ঘটনার দিন ভোক্তভোগী দুই বোন বাদী হয়ে এসিড দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার ২১ দিন পরে ২৩ অক্টোবর ঘটনার আসল রহস্য উন্মোচন হয়। এরপর শারমিনকে এ মামলার গ্রেফতার দেখায় পুলিশ। এরপর ২০১১ সালের ২৮ এপ্রিল চার্জশিট গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন।

আদালত প্রতিবেদক: নগরীর চকবাজারের জয়নগরে ঘুমন্ত দুই বোনকে এসিড নিক্ষেপের মামলায় দুই ভাই-বোনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন একটি আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতের বিচারক নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।দন্ডপ্রাপ্তরা হলেন, শারমিন ফারজানা সাকি ও ইফতেখার লতিফ সাদি। তার দুইজন আপন ভাই বোন। এরা দুইজন ভিকটিমের আপন খালাতো ভাই-বোন ছিলেন।রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত প্রকৌশলী এড. তসলিম উদ্দিন বলেন, চকবাজারের জয়নগরে আপন দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় আপন দুই ভাই-বোনকে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত শারমিন ফারজানা সাকিকে ৫০ হাজার টাকা এবং ইফতেখার লতিফ সাদিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই বোনের বাবা আনোয়ারুল মোমিন।

তিনি বলেন, রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। আমরা ন্যায় বিচার পেয়েছি।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২ অক্টোবর চট্টগ্রামের চকবাজার থানার জয়নগর এলাকার ঘুমন্ত দুই বোনকে এসিড নিক্ষেপ করেছিলেন তাদের খালাতো বোন শারমিন ফারজানা। খালাতো বোনের সৌন্দর্য, নিজের আগে বিয়ে ঠিক হওয়া ঈর্ষান্বিত হয়ে ঘুমন্ত দুই বোন মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে এসিড নিক্ষেপ করেছিলেন শারমিন। তখন এ ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে নিজের মুখেও হালকা এসিড মেরেছিলো শারমিন। ঘটনার দিন ভোক্তভোগী দুই বোন বাদী হয়ে এসিড দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার ২১ দিন পরে ২৩ অক্টোবর ঘটনার আসল রহস্য উন্মোচন হয়। এরপর শারমিনকে এ মামলার গ্রেফতার দেখায় পুলিশ। এরপর ২০১১ সালের ২৮ এপ্রিল চার্জশিট গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন।