প্রেস বিজ্ঞপ্তি: সীতাকুন্ড উপজেলার ৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি দাঊদ সম্রাটকে কতিপয় দুস্কৃতিকারী হত্যার উদ্দেশ্যে চোরা এবং কিরিচ দিয়ে নির্মম ও নৃশংসভাবে বুক, পেট এবং শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরু“তর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু তাকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা জেবুন্নেসা বাদী হয়ে সীতাকুন্ড থানায় ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর হত্যা মামলার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত শুরু করে। এ প্রেক্ষিতে গত ১৫ এপ্রিল মামলার আসামী মোঃ মামুন প্রঃ ডাকাত মামুন (২২) এবং মো. নুরুল হুদা (২৫) কে আটক করে। এরই ধারাবাহিকতায় বিশেষ তথ্যের ভিত্তিতে গত ২৪ এপ্রিল ভোর রাতে মহানগরীর পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মো. নূর মোস্তফা শিমুল(৩১) কে আটক করতে সক্ষম হয়। এ সময় গ্রেফতারকৃত আসামী অকপটে স্বীকার করে যে, সে সীতাকুন্ড ৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি দাঊদ হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো এবং উল্লেখিত মামলার চার্জশীটভুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানায়, ফেনী থেকে চট্টগ্রাম শহরের সিটি গেইট পর্যন্ত ফেনী-চট্টগ্রাম মহাসড়কে সংগঠিত ডাকাতি কার্যক্রমে সে অন্যতম মূলহোতা হিসেবে কাজ করেছে এবং সাম্প্রতিক সময়েও সে কয়েকটি ডাকাতির কাজ সংগঠিত করেছে। বেশীরভাগ সময়ে সে এই এলাকায় ডাকাতি কার্যক্রম সংঘটিত করে গা ঢাকা দেওয়ার জন্য চট্টগ্রাম শহরে এসে ট্রাক অথবা লরী চালায় এবং নির্দিষ্ট সময় পর উক্ত ডাকাতি কার্যক্রমে পুনরায় নিজেকে জড়ান।



