প্রেস বিজ্ঞপ্তি:  নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় ট্রাক চালককে রাজবাড়ি থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। গ্রেফতারকৃত চালকের নাম আলী হোসেন। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এ বিষয়ে আজ সোমবার সংবাদ সন্মেলন করে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে লালখান বাজার ফ্লাইওভারের মুখে একটি কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় মো. ইকবাল উদ্দিন চৌধুরী (৪৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমী (৩৫) নামে স্বামী-স্ত্রী নিহত হন।
ওইদিন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেছিলেন, হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে টাইগার পাসের দিকে যাচ্ছিলেন। ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে।
ঘটনাটি সংগঠিত হওয়ার পর ট্রাক ড্রাইভার মোঃ আলী হোসেন (৪৯) ঘটনাস্থল হতে পলায়ন করে এবং আত্মগোপন করে। র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত ট্রাক ড্রাইভারকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী চালায়। এক পর্যায়ে র‌্যাব জানতে পারে আলী হোসেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের জনৈক বিল্লাল হোসেন এর বসত ঘরে আত্নগোপন করে আছে। গত ৯ এপ্রিল র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকা হতে ঘাতক ট্রাক ড্রাইভারকে আটক করে।

প্রেস বিজ্ঞপ্তি:  নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় ট্রাক চালককে রাজবাড়ি থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। গ্রেফতারকৃত চালকের নাম আলী হোসেন। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এ বিষয়ে আজ সোমবার সংবাদ সন্মেলন করে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে লালখান বাজার ফ্লাইওভারের মুখে একটি কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় মো. ইকবাল উদ্দিন চৌধুরী (৪৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমী (৩৫) নামে স্বামী-স্ত্রী নিহত হন।
ওইদিন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেছিলেন, হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে টাইগার পাসের দিকে যাচ্ছিলেন। ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে।
ঘটনাটি সংগঠিত হওয়ার পর ট্রাক ড্রাইভার মোঃ আলী হোসেন (৪৯) ঘটনাস্থল হতে পলায়ন করে এবং আত্মগোপন করে। র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত ট্রাক ড্রাইভারকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী চালায়। এক পর্যায়ে র‌্যাব জানতে পারে আলী হোসেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের জনৈক বিল্লাল হোসেন এর বসত ঘরে আত্নগোপন করে আছে। গত ৯ এপ্রিল র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকা হতে ঘাতক ট্রাক ড্রাইভারকে আটক করে।