কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের ঝাউতলায় সন্ত্রাসী সাইফুল ইসলাম রিগ্যান(২৮) নামে এক যুবক ছুরিকাঘাত করে গুরুতর আহত হয়েছে।
এঘটনায় শহরের ঝাউতলায় প্রতিবাদে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও রাত পৌনে ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তাৎক্ষণিক খবর পেয়ে সদর হাসপাতালে ছুলে এলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র জননেতা মুজিবুর।
গুরুতর আহত রিগ্যান ঝাউতলার ৬ নম্বর গলির আলতাজ মিয়া সড়কের আবুল হাসেমের ছেলে। পেশায় তিনি ব্যাটারী ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত আটটার দিকে পূর্বের শক্রতার জের ধরে ঝাউতলার মোর্শেদ ও সাহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এঘটনা থামাতে গিয়ে মোর্শেদ গ্রুপের লোকজন রিগ্যানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তারপর রাত ১১ টার দিকে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রতিবাদে বিক্ষোভ ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। দীর্ঘ সময় পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোব্ধরা।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম বলেন, ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। বিক্ষোব্ধরা সড়ক অবরোধ করলে কিছুক্ষণ পর তা সরিয়ে দেয়া হয়।