নিজস্ব প্রতিবেদক: ৯ এপিবিএন এর মাদক বিরোধী অভিযানে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এনাম কলোনীস্থ এনামের ভাড়া ঘর হতে আজ মঙ্গলবার (০৫ এপ্রিল) রাত দেড়টায় ৯৪ পিস ইয়াবাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, রেহেনা বেগম(৪৫) ও সুমি বেগম(২০)।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মহিবুর রহমান এর নেতৃর্ত্বে এসআই (নিরস্ত্র) নিবেদিতা দে সঙ্গীয় অন্যান্য ফোর্সের সহায়তায় নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এনাম কলোনীস্থ এনামের ভাড়া ঘর হতে গ্রেফতারকৃত আসামী রেহেনা বেগম(৪৫), স্বামী- মোঃ রহিম, পিতা- মৃত দলুফা, মাতা- মৃত বিবি ফাতেমা, সাং- বেলুমার বাজার, খায়গো বাড়ি, পোষ্টঃ চন্দ্র কোষা, থানা- সদর, জেলা- ভোলা। বর্তমানে- এক কিলোমিটার, বাহাদুর সাহেবের ভাড়া ঘর, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম,সুমি বেগম(২০), স্বামী- মোঃ জাহেদ, পিতা-মোঃ রহিম, মাতা- রেহেনা বেগম, সাং- আবুল কাসেম সওদাগরের বাড়ী, বহদ্দারহাট বারৈ পাড়া, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম’দ্বয়ের হেফাজতে সর্ব মোট- ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট’সহ তাদেরকে আটক করেন।
এ সংক্রান্তে এসআই (নিরস্ত্র) নিবেদিতা দে বাদী হয়ে এজাহার দায়ের করলে চান্দগাঁও থানার মামলা নং- ০৯, তারিখ- ০৫/০৪/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনি ১০(ক) রুজু করা হয়।
Post Views: 763




