নিজস্ব প্রতিবেদক: ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মো. শামীম(৪৫) নামে ৯ টি চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে সিএমপি এর আকবরশাহ থানা পুলিশ। গত শনিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. শামীম উত্তর কাট্টলী লাকী হাউজ এলাকার মৃত মোস্তফা জামালেন ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লক নম্বর রোডের একটি বাসা থেকে শামীমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীমের বিরুদ্ধে ৮টি চেক প্রতারণা মামলাসহ ৯টি মামলায় সাজা পরোয়ানা রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামি ২০০৬ সাল থেকে পেপার বোবিন ব্যবসা করে। উক্ত ব্যবসায় বিনিয়োগের কথা বলে বিভিন্ন ব্যাংক ও লোকজন হতে ঋণ নিয়ে পরিশোধের জন্য চেক প্রদান করে। কিন্তু আসামীর প্রদত্ত চেকের অনুকুলে সংশ্লিষ্ট ব্যাংকে কোন টাকা ছিল না। আসামী প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের টাকা না দিয়ে কৌশলে চট্টগ্রাম থেকে ঢাকা পালাইয়া যায়। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা দায়ের করলে পরবর্তীতে আদালত তাকে প্রদত্ত চেকের বিপরীতে ৮টি সিআর মামলায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে এবং অপর ১টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। আসামী ২০১৫ সাল থেকে দীর্ঘ ৭ বছর ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। পরে গ্রেফতারকৃত আসামিকে পরোয়ানা মূলে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



