বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বনানী হতে ১০০৪ ক্যান বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। আজ শনিবার (২৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আনুমানিক সকাল সাড়ে ৮ টায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির বনানী থানাধীন সরকারি তিতুমীর কলেজের সামনে ফুটওভার ব্রীজের নীচে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১০০৪ ক্যান বিয়ার, ১টি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ শাহিদুল ইসলাম (৪৩), পিতা-আব্দুস সালাম, জেলা-ফরিদপুর ও মেহেদী হাসান (২৪), পিতা-আনোয়ার হোসেন, জেলা-কুমিল্লা।
গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব-১।
Post Views: 866



