সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইমন উদ্দিন (১৯) ও মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। এসময় তাদের স্বীকারোক্তি মতে খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাইমন উদ্দিন একই এলাকার নুরুল হক এবং জাহাঙ্গীর আলম মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
যৌথ বাহিনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইমন ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুক এবং তিন রাউন্ড কার্তুজ, দু’টি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আজ (বুধবার) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।




