দি ক্রাইম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তাদের হলফনামায় দেখা গেছে, পেশায় গৃহিণী হলেও আয়ে দুলুর চেয়ে এগিয়ে আছেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। যদিও দুলুর পেশা আইনজীবী হিসেবে উল্লেখ করা হলেও সেখান থেকে একটা টাকাও আয় করেননি তিনি।
হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, বিএনপির প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদারের নামে মামলার সংখ্যা যেমন বেশি (৪৪টি স্থগিত, ৩৯টিতে খালাস), সম্পদেও জেলার প্রার্থীদের মধ্যে এগিয়ে তিনি। হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ ৮ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ১৮ টাকা। ৭ কোটি ৬২ লাখ ৫৬ হাজার ৮৪১ টাকার অস্থাবর এবং ৮৯ লাখ ৯৭ হাজার ১৭৭ টাকার স্থাবর সম্পদ। যদিও হলফনামার ১০ (ক) দফায় স্থাবর সম্পত্তির মূল্য যোগ করে দেখাননি। বার্ষিক আয় দেখিয়েছেন ৭৩ লাখ ৩৫ হাজার ৭৮ টাকা। পেশা হিসেবে ‘আইনজীবী’ উল্লেখ করা হলেও একটি টাকাও এই পেশা থেকে দেখানো হয়নি।
আয় দেখানো হয়েছে কৃষি খাত থেকে ২ লাখ ৪০ হাজার ও ব্যাংক-বীমা খাত থেকে ৭০ লাখ ৯৫ হাজার ৭৮ টাকা।
অন্যদিকে পেশায় গৃহিণী হলেও আয়ের দিক থেকে তার স্ত্রী ও ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াসমিন এগিয়ে। তার সম্পদের পরিমাণ ৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৮৭২ টাকা। বার্ষিক আয় ২ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৯৭৩ টাকা। এর মধ্যে ব্যাংক-বীমা খাত থেকে ২ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ৯৭৩ টাকা ও অন্যান্য উৎস থেকে ৩০ লাখ টাকা (সুনির্দিষ্ট নেই)।
হলফনামা অনুযায়ী— রুহুল কুদ্দুসের হাতে নগদ: ১ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৮০৪ টাকা। তার স্ত্রীর হাতে নগদ: ১৪ লাখ ৭৬ হাজার ৪৪২ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দুলুর জমা: ৪৭ লাখ ৮৯ হাজার ৮৭৬ টাকা। স্ত্রীর নামে ব্যাংক আমানত: ৪৭ লাখ ১৮ হাজার ৬৪৬ টাকা।
দুলুর শেয়ার: ২ লাখ ৭০ হাজার টাকা, দুলুর সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত: ৩ কোটি ৪০ লাখ টাকা, স্ত্রীর সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত: ৭ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৭৮৪ টাকা।
দুলুর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে দুটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র, গাড়ি, স্বর্ণালংকার, আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী।
রুহুল কুদ্দুস তালুকদারের স্থাবর সম্পদ— ৪০ বিঘা জমি (এর মধ্যে ২০ বিঘার একটি পুকুর), নাটোরে ২ হাজার বর্গফুটের তিনতলা বাড়ি, ঢাকার বনানীতে ৫ কাঠার একটি প্লট। অন্যদিকে তার স্ত্রীর নামে রয়েছে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট।
বিপুল সম্পদের পাশাপাশি দুলুর বিরুদ্ধে রয়েছে মোট ৮৩টি মামলা। বর্তমানে চলমান মামলা: ৪৪টি। বিচারাধীন: ১৭টি (এর মধ্যে একটি আয়কর মামলা)। উচ্চ আদালতের আদেশে স্থগিত: ২৭টি। নিষ্পত্তিকৃত মামলা: ৩৯টি। খালাস পেয়েছেন: ৩০টি। অভিযোগপত্র থেকে নাম বাদ: ৯টি।




