নগর প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর বিএনপির এক সভা আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরের নাসিমন ভবন দলীয় অফিসে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন মহানগর দলের সদস্য সচিব নাজিমুর রহমান।
নাজিমুর রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে সারা রাত “দৈনিক প্রথম আলো” ও “দৈনিক ডেইলি স্টার” সহ কয়েকটি দৈনিক পত্রিকায় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা কর্মরত সাংবাদিকদের জীবন-মৃত্যুর ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, দেশবরেণ্য ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সাহসী ব্যক্তিত্ব সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা প্রমাণ করে যে, একটি চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের দিকে ধাবিত করতে চাইছে। হাদির মৃত্যু পরবর্তী দেশের পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয়, এই ঘৃণিত গোষ্ঠী হাদির মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল। জনগণ মনে করছে, সরকার যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, যার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
নাজিমুর রহমান বলেন, এমন পরিস্থিতিতে ন্যাক্কারজনক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা আগামী জাতীয় নির্বাচন এবং বহুল কাঙ্খিত গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্রের অংশ বলেই মনে হয়। তিনি আরও বলেন, ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও জাতীয় নির্বাচন আদায় করেছি। এর ধারাবাহিকতায় আজ আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও উল্লেখ করেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় ঐতিহাসিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা সেই ঐতিহাসিক গণজমায়েতে শৃঙ্খলার সাথে উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হবেন।
সভায় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহাম্মেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এম এ হান্নান, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল, মোঃ মহসিন, খোরশেদ আলম, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপটি, জাফর আহ্মদ, গাজী আইয়ুব, মাহবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, হানিফ সওদাগর, ইসমাইল বালি, মোহাম্মদ ইউসুফ, মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপটি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, তাঁতীদলের সভাপতি সেলিম হাফেজ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুরাদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।




