দি ক্রাইম ডেস্ক: লোহাগাড়ায় ধারালো অস্ত্রের মুখে চালক ও সহকারীকে জিম্মি করে মাছ ভর্তি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ১৮ ডিসেম্বর দিনগত গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় সড়কের পাশ থেকে ছিনতাই হওয়া খালি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। গত ১৭ ডিসেম্বর কাভার্ডভ্যান চালক মো. রফিক (৪২) বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তিনি আনোয়ারা উপজেলার বার শহর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের পশ্চিম চাল চৌধুরী বাড়ির এমদাদ মিয়ার পুত্র। মামলায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর রাত পৌনে ৯ টার দিকে চালক ও সহকারী মো. রাশেদ (২১) চট্টগ্রাম শহর থেকে ভাড়ায় চালিত কাভার্ডভ্যানে রূপচাঁদা মাছ ভর্তি করে কঙবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ১১টার দিকে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস কাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে মাইক্রোবাস থেকে ২ জন ছিনতাইকারী বের হয়ে ধারালো অস্ত্রের নিয়ে কাভার্ডভ্যানের গ্লাস ভাংচুর করে। অন্য ২ জন ছিনতাইকারী চালক ও হেলপারকে কাভার্ডভ্যান থেকে নামিয়ে ঘটনাস্থলের পাশে বৈদ্যুতিক খুঁটিতে রশি দিয়ে বেঁধে রাখে। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কাভার্ডভ্যানের চাবি ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা ৫০ লাখ টাকার মাছ ভর্তি কাভার্ডভ্যান চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হুদা জানান, মামলা রুজুর পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া থেকে খালি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।




