মুন্নি আক্তার,নগর প্রতিবেদক: নগরে কর্ণফুলীতে শাপলা কলির পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী রিদুয়ান হৃদয়।আজ শুক্রবার(০৫ ডিসেম্বর ) সন্ধ্যায় নির্বাচনী এলাকা কর্ণফুলীর চরপাথরঘাটার ব্রীজঘাট এলাকা ও আশেপাশে এই গণসংযোগ ও প্রচারণা করেন।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, উপজেলা এনসিপির সদস্য জাহিদুল ইসলাম, আরফিন সুমন, তৌহিদুল ইসলাম, ফারদিন আলম শিহাব, নওশাদুল ইসলাম ও আকাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুবনেতা ইশতিয়াকুল ইসলাম, আবু তালেব আকিব, সোহরাব হোসেন সৈকত, আবির ফাহিম এবং জাতীয় ছাত্রশক্তির কর্ণফুলী উপজেলা সংগঠক আব্দুর রহমান মাউন, আব্দুল মান্নানসহ স্থানীয় এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।
বক্তব্যে রিদুয়ান হৃদয় বলেন,“নতুন বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণ শাপলা কলির পক্ষে ব্যালট বিপ্লব ঘটাবে। ৫০০ টাকায় ভোট বিক্রি নয়—জনগণের জন্য কাজ করবে এমন মানুষকে নির্বাচিত করুন। আগামী নির্বাচন হবে ভালো মানুষের।”




