প্রেস বিজ্ঞপ্তি: এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ-এডাব আয়োজিত কোস্ট ফাউন্ডেশন এর চট্টগ্রাম প্রশিক্ষণ সেন্টারে গতকাল সোমবার(০১ ডিসেম্বর) ৩দিন ব্যাপী এডভোকেসি এন্ড লবিং প্রশিক্ষণ সমাপ্ত হয়। প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারপার্সন ও ইপসা’র প্রধান নির্বাহী ড. আরিফুর রহমান।
এডাব- চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, এডাব এর পরিচালক একেএম জসীম উদ্দিন, এডাব-চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল যাত্রা, সদস্য জেসমিন সুলতানা পারু, লিটন চৌধূরী, শহীদুল ইসলাম সাজ্জাদ-সহ এডাব-এর বিভিন্ন সদস্য সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ একটি কার্যকরী শিখন প্রক্রিয়া যা আমাদের কর্ম দক্ষতাকে উন্নীত করে।
তিনি বলেন, এডাব তার সদস্য সংগঠনের কর্ম দক্ষতা বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে এনজিওদের সমন্বয় করে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ পরিচালনা করছে, যার মাধ্যমে এনজিওদের কাজের উপস্থাপন সরকার ও দাতা সংগঠনের কাছেও প্রশংসিত হয়েছে। বিশেষ করে এডভোকেসি ও লবিং বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। স্বনির্ভর বাংলাদেশ গঠনে সরকারের পাশাপাশি এনজিওদের ভুমিকা অনেক গুরুত্বপূর্ণ এবং এই দুই ধরনের প্রতিষ্ঠানের মাঝে পারস্পরিক সমন্বয় জোরদারকরণে এই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি প্রশিক্ষণে অংশ নেয়া ২৫টি এনজিও সংগঠনের অংশগ্রহণকারীদের মাঝে সদনপত্র বিতরণ করেন ।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মনোয়ারা বেগম কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও চট্টগ্রামের কর্মরত এনজিওদের মধ্যে প্রশিক্ষণে ২৫জন অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, সরকার ও এনজিওদের সাথে সমন্বয়করে এডাব ম্বাধীনতার পর থেকেই বাংলাদেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আর এডাব-এর মূলশক্তি হলো তৃণমূলে থেকে মানুষ ও রাষ্ট্রের জন্য কাজ করে যাওয়া এনজিওগুলো, তাই এনজিওদের আরও দক্ষতা অর্জন করে দেশের জন্য অবদান রাখতে হবে। তিনি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।




