দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসম্বর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া

গ্রেপ্তাররা হলেন, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই এলাকার মো. আকতার হোসেন (২৩), ফতেপুর ইউনিয়নের মো. শাহাদাত হোসেন (৪৪) এবং দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।

পুলিশ জানায়, গত রোববার ভোরে হাটহাজারী উপজেলা নন্দীরহাট এলাকায় ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ এর ব্যানারে ১২ থেকে ১৫ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। মাত্র তিন মিনিটের স্থায়ী ওই মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের মাথায় হেলমেট ছিল এবং মুখ কাপড়ে ঢাকা ছিল।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কার্যক্রম, নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিভ্রান্তিকর স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসম্বর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া

গ্রেপ্তাররা হলেন, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই এলাকার মো. আকতার হোসেন (২৩), ফতেপুর ইউনিয়নের মো. শাহাদাত হোসেন (৪৪) এবং দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।

পুলিশ জানায়, গত রোববার ভোরে হাটহাজারী উপজেলা নন্দীরহাট এলাকায় ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ এর ব্যানারে ১২ থেকে ১৫ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। মাত্র তিন মিনিটের স্থায়ী ওই মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের মাথায় হেলমেট ছিল এবং মুখ কাপড়ে ঢাকা ছিল।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কার্যক্রম, নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিভ্রান্তিকর স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।