ঢাকা অফিস: গণঅভ্যুত্থানের সময় সংগঠিত এক হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ পাঁচটি পৃথক মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আজ রোববার(০৯ নভেম্বর)দুপুরে হাইকোর্ট এক রায়ে এসব মামলার রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দিয়েছে। এই পাঁচ মামলার মধ্যে হত্যার অভিযোগে তিনটি এবং মারাত্মক জখমের অভিযোগে দুইটি মামলা রয়েছে।
ওই রায়ের পরে তার আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, মামলাগুলোতে মিজ আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ছয় মাস ধরে কারাগারে রয়েছেন এবং একজন নারী এসব যুক্তি বিবেচনায় তার জামিন চাওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেফতার হন সেলিন হায়াৎ আইভী।
Post Views: 168




