বিনোদন ডেস্ক: ভারতীয় গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন মারা গেছেন। ফকির নামেও পরিচিত এ শিল্পী। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৫ বছর। খবর এনডিটিভির।
গায়কের পরিবারের ঘনিষ্ঠজন এনডিটিভিকে বলেন, “গত রাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন ঋষভ। গায়কের বাবা শারীরিকভাবে অসুস্থ। ফলে গত আগস্ট থেকে দিল্লিতে তিনি।”
অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, দীপাবলির দিন বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন ঋষভ। সেখানে গিয়ে হঠাৎ শরীরে অস্বস্তি শুরু হয় তার। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই গায়কের মৃত্যু হয়েছে।
‘ইয়ে আশিকি’, ‘ইশক ফকিরানা’ এর মতো গান গেয়ে পরিচিতি লাভ করেন ঋষভ ট্যান্ডন। ব্যক্তিগত জীবনে ঋষভ ঘর বেঁধেছেন মডেল-অভিনেত্রী ওলেসিয়া নিডোগোভা ট্যান্ডনের সঙ্গে। মুম্বাইয়ে স্ত্রীর সঙ্গে বসবাস করতেন এই গায়ক।
Post Views: 9