প্রেস বিজ্ঞপ্তি: বোয়ালখালী উপজেলা শিল্পকলা একাডেমীর বর্তমান অবস্থা ও বোয়ালখালীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির উন্নয়ন ও বেগমানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বোয়ালখালী উপজেলার সংস্কৃতির উন্নয়ন ও বেগবানের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ, শিল্পকলা একাডেমির সুপারভাইজার মোহাম্মদ নাছির উদ্দিন, বিশিষ্ট আবৃতি শিল্পী ও প্রশিক্ষক ফারুক তাহের, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস ও ঢোলবাদক শিল্পী দোলন জলদাশ প্রমূখ।
এ সময় জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রহমত উল্লাহকে শিল্পকলার ক্ষুদে শিল্পীদের আঁকা একটি গ্রাম্যচিত্র উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেন।
Post Views: 6