প্রেস বিজ্ঞপ্তি: নগরীর আকবর শাহ্স্থ নিউ মনসুরাবাদ এয়ারবেল সংলগ্ন আবাসিক এলাকায় নতুন মনসুরাবাদ খেদমতে আল ইনসান এর উদ্যোগে ৪র্থ বারের মতো পবিত্র ঈদে মিলাদুন্নবী (স;) ও ফাতেহা এ ইয়াজদাহুম উপলক্ষে বর্ণাঢ্য আজিমুশ্বান মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীর সমাগম ঘটে।
নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: জানে আলম রনি’র সার্বিক তত্ত্বাবধানে ও নতুন মনসুরাবাদ জামে মসজিদের খতিব মওলানা ছদর উদ্দিন ফারুকীর সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চাঁদপুর জেলার ইমাম রাব্বানী দরবার শরীফের পীরজাদা শায়েখ সৈয়দ আল্লামা মাখদুম শাহ্ আল মাদানী (মা;জি;আ;)।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন,শাহ্ সুফি মঈনউদ্দীন শাহ্ (রা;) এর দরগাহ জামে মসজিদের খতিব মওলানা মুফতি শিহাব উদ্দিন আল কাদেরী (মা;জি;আ;)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সুফি গবেষক এবং জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক, জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ক্যাপিটাল ভিউজ এর ম্যানেজিং এডিটর এস এম আবুল বরকত আকাশ।
উপস্থিত জনসমাগমে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ হোসেন তুহিন ও খেদমতে আল ইনসানের দায়িত্বশীল বৃন্দ।
আলোচকেরা বলেন,ইসলামি সমাজ ও আকিদ্বার বলয় শক্ত ভাবে গড়ে তুলতে হলে অবশ্যই কোরআন সুন্নাহভিত্তিক সমাজ পরিচালনা করতে হবে। সকল রাজনৈতিক ভেদাভেদ উপেক্ষা করে সমাজ গঠনে ঐক্য মত তৈরি করে যুব সমাজকে শক্তিশালী করাটা অতিব গুরুত্বপূর্ন পদক্ষেপ।