সাতকানিয়া উপজেলা প্রতিনিধিঃ আইবিডব্লিউএফ সৎ ব্যবসায়ি তৈরিতে কাজ করে যাচ্ছেন। এ সংগঠনের সদস্যরা উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে সেতুবন্ধন হিসেবে কাজ করলে বাজার ব্যবস্থাপনা স্থিতিশীল থাকবে। ফলে উভয়েই লাভবান হবে। এ কার্যক্রমে লাভবান হওয়ার পাশাপাশি হালাল ব্যবস্থাপনার মাধ্যমে কল্যাণকর সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবে। এর মধ্যেও যারা কৃত্রিম সংকট তৈরি করতে প্রতারণার মাধ্যমে রোজগার করতে চাই তারা কোনদিন সফল হতে পারবে না।
গত সোমবার (২০অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম দক্ষিণ জেলা আইবিডব্লিউএফ এর কার্যনির্বাহী কমিটির ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ এ কথা বলেন।সভার সভাপতিত্ব করেন এ সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী।
তিনি বলেন, এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রান্তিক উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সম্পর্ক স্থাপনে যে প্রচেষ্টা চালিয়েছিল তা আগামীতে আলোর মুখ দেখা শুরু করেছে।
সভার প্রধান বক্তা ও সংগঠনের উপদেষ্টা এবং বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক বলেন, অতীতে কোন ব্যবসায়ী সংগঠন উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখেনি। আইবিডব্লিউএফ এর এমন উদ্যোগ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।
সংগঠনের দক্ষিণ জেলার সেক্রেটারি সৈয়দ আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় সভায় বিভিন্ন পদবীধারী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, ফজলুল হক আজাদ, আবুল কালাম আজাদ চৌধুরী, মো. ইলিয়াস, এস.এম কামরুজ্জামান, মো.সরওয়ার, ইরান চৌধুরী, কাজী মো.জসিম উদ্দিন ও এডভোকেট ওমর ফারুক প্রমুখ।