প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা নগরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার(১৬ অক্টোবর)সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ও মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব প্রদান এবং গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধি করে অস্ত্র সংগ্রহ ও বন্টন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
এছাড়া মাদকদ্রব্য উদ্ধার, রেলপথে মাদক চোরাচালান রোধে টাস্কফোর্স অভিযান পরিচালনা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শীতকালীন সবজির বাজারমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম জোরদার এবং মূল্যবৃদ্ধি ও অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: কামরুজ্জামান আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা এবং অস্হিতিশীল পরিস্হিতি নিয়ন্ত্রণ রাখার নির্দেশনা দেন । এছাড়া তিনি দূর্গাপূজা ২০২৫ সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং চাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক অনিবন্ধিত সিএনজি শনাক্ত ও হাইওয়ে রোডে অনিয়ন্ত্রিত সিএনজি চলাচল বন্ধ, গণপরিবহন বাসের অনিয়মিত পার্কিং ও ফুটপাত দখল বন্ধ, কিশোর গ্যাং দমন ও কিশোর অপরাধ প্রতিরোধে সমন্বিত কর্মসূচি গ্রহণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং খুন, ডাকাতি ও চাঁদাবাজি দমন সংক্রান্ত কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেলা ও মহানগরের আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা নগরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার(১৬ অক্টোবর)সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ও মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব প্রদান এবং গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধি করে অস্ত্র সংগ্রহ ও বন্টন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
এছাড়া মাদকদ্রব্য উদ্ধার, রেলপথে মাদক চোরাচালান রোধে টাস্কফোর্স অভিযান পরিচালনা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শীতকালীন সবজির বাজারমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম জোরদার এবং মূল্যবৃদ্ধি ও অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: কামরুজ্জামান আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা এবং অস্হিতিশীল পরিস্হিতি নিয়ন্ত্রণ রাখার নির্দেশনা দেন । এছাড়া তিনি দূর্গাপূজা ২০২৫ সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং চাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক অনিবন্ধিত সিএনজি শনাক্ত ও হাইওয়ে রোডে অনিয়ন্ত্রিত সিএনজি চলাচল বন্ধ, গণপরিবহন বাসের অনিয়মিত পার্কিং ও ফুটপাত দখল বন্ধ, কিশোর গ্যাং দমন ও কিশোর অপরাধ প্রতিরোধে সমন্বিত কর্মসূচি গ্রহণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং খুন, ডাকাতি ও চাঁদাবাজি দমন সংক্রান্ত কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেলা ও মহানগরের আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।