নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে কর্মরত অবস্থায় হেলাল উদ্দিন নামে ৩৫বছরের এক নির্মাণ শ্রমিকের করুন মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। উপজেলা সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকায় বেসরকারী এক ক্লিনিকের পিছনে এক নির্মাণাধীন ভবনে এ দূর্ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায়। উক্ত নির্মাণ শ্রমিক কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার কামাল উদ্দিনের পুত্র বলে জানা যায়।
সূত্র মতে, নির্মাণাধীন বহুতল ভবনের ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিস ধ্বসে পড়ে এ শ্রমিকের মাথায়। এতে তিনি আটকা পড়ে যান।
সংবাদ পেয়ে লোহাগাড়া ফায়ার ষ্টেশন ও থানা পুলিশের টীম ঘটনাস্থলে পৌছে উদ্ধার করে মরদেহ। ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান লোহাগাড়া থানা পুলিশ।