প্রেস বিজ্ঞপ্তি: ‘লালন সাঁই-এর ১৩৫ তম তিরোধান দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে আজ শুক্রবার(১৭ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদ। 

May be an image of one or more people, flute, crowd and text

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন।

May be an image of temple, dais and text that says "JNAATASOKNG JAMAT B3 তারিখ ১৭ অক্টোবর ২০২৫ ٢/ কার্তিক ১৪৩২, স্থান : অনিরুদ্ধ মুক্তমঞ্চও, জেলা শিল্পকলা มลาร আয়োজনে ពុ পরকাত* জলা জ্লাপ্রশা প্রশা জেলা"

আলোচনা সভায় লালন সাঁই এর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক মো: সাদী।

অনুষ্ঠানে চট্টগ্রামের স্বনামধন্য শিল্পী ও সংস্কৃতি সংগঠনের পরিবেশনায় মনোমুগ্ধকর লালন গান ও নৃত্য পরিবেশন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি: ‘লালন সাঁই-এর ১৩৫ তম তিরোধান দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে আজ শুক্রবার(১৭ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদ। 

May be an image of one or more people, flute, crowd and text

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন।

May be an image of temple, dais and text that says "JNAATASOKNG JAMAT B3 তারিখ ১৭ অক্টোবর ২০২৫ ٢/ কার্তিক ১৪৩২, স্থান : অনিরুদ্ধ মুক্তমঞ্চও, জেলা শিল্পকলা มลาร আয়োজনে ពុ পরকাত* জলা জ্লাপ্রশা প্রশা জেলা"

আলোচনা সভায় লালন সাঁই এর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক মো: সাদী।

অনুষ্ঠানে চট্টগ্রামের স্বনামধন্য শিল্পী ও সংস্কৃতি সংগঠনের পরিবেশনায় মনোমুগ্ধকর লালন গান ও নৃত্য পরিবেশন করা হয়।