বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। আর এই সফর ঘিরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়—দেশ ছেড়ে পালিয়েছেন তিনি! অবশেষে সেই গুজবের জবাব দিলেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাপ্পী স্পষ্ট করে বলেন, “আমি নিজেও অনেক জায়গায় দেখেছি—খবর এসেছে যে, বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়।”

খানিকটা ব্যাখ্যা করে বাপ্পী চৌধুরী বলেন, “বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং আমি ভীষণ হোমসিক মানুষ, পরিবার ছাড়া থাকতে পারি না। সবাইকে জানাতে চাই—আমি পালিয়ে যাইনি।”

‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’—এই মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পী চৌধুরী। তার ভাষায়, “অনেকে বলছেন, বাপ্পীর সিনেমায় কাজ নেই, তাই বিদেশে চলে গেছেন। আমি তাদের জানাতে চাই—সিনেমার কাজ ছাড়াও বাপ্পী চলতে পারে!”

ব্যবসায়ীক কাজে গত মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বাপ্পী, ১৮ অক্টোবর দেশে ফিরেছেন। এ তথ্য স্মরণ করে বাপ্পী বলেন, “কিছু বায়ারের সঙ্গে মিটিং ছিল, পাশাপাশি চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। নতুন কিছু ব্যবসায়ীক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন কোথাও যাওয়া হচ্ছিল না—এই সুযোগে একটু ঘুরেও এলাম।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় সিনেমা ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘সুইটহার্ট’, ‘এপার ওপার’ ও ‘সুলতানা বিবিয়ানা’।

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। আর এই সফর ঘিরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়—দেশ ছেড়ে পালিয়েছেন তিনি! অবশেষে সেই গুজবের জবাব দিলেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাপ্পী স্পষ্ট করে বলেন, “আমি নিজেও অনেক জায়গায় দেখেছি—খবর এসেছে যে, বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়।”

খানিকটা ব্যাখ্যা করে বাপ্পী চৌধুরী বলেন, “বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং আমি ভীষণ হোমসিক মানুষ, পরিবার ছাড়া থাকতে পারি না। সবাইকে জানাতে চাই—আমি পালিয়ে যাইনি।”

‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’—এই মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পী চৌধুরী। তার ভাষায়, “অনেকে বলছেন, বাপ্পীর সিনেমায় কাজ নেই, তাই বিদেশে চলে গেছেন। আমি তাদের জানাতে চাই—সিনেমার কাজ ছাড়াও বাপ্পী চলতে পারে!”

ব্যবসায়ীক কাজে গত মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বাপ্পী, ১৮ অক্টোবর দেশে ফিরেছেন। এ তথ্য স্মরণ করে বাপ্পী বলেন, “কিছু বায়ারের সঙ্গে মিটিং ছিল, পাশাপাশি চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। নতুন কিছু ব্যবসায়ীক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন কোথাও যাওয়া হচ্ছিল না—এই সুযোগে একটু ঘুরেও এলাম।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় সিনেমা ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘সুইটহার্ট’, ‘এপার ওপার’ ও ‘সুলতানা বিবিয়ানা’।