নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শহরকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে নক্সা বহির্ভূত অংশ ভেঙ্গে দিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। চউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের নির্দেশনায় গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর)সকাল ১১টা বকাল ৫টা পর্যন্ত একটানা ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে নগরীর ডবলমুরিং ও পাহাড়তলী এলাকার ৬টি ভবনের নক্সা বহির্ভূত অংশ ভেঙ্গে দেয়া হয়। এ সময় ৩টি ভবনকে সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম ও অথরাইজড অফিসার-০২ তানজিব হোসেন।
উক্ত অভিযানে নক্সা বহির্ভূত ৬টি ভবনের অনুমোদিত নক্সার বহির্ভূত কিছু অংশ ভেঙ্গে ফেলা ফেলা হয় এবং বাকি অংশ মালিকগন নিজস্ব খরচে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।
অবৈধভাবে নির্মিত স্থাপনা সমূহের মালিক হ’তে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অথরাইজড অফিসার তানজিব হোসেন এ প্রতিবেদককে জানান,আমার আওতাধীন এলাকাগুলোতে অবৈধ ও অনুমোদিত বা অনুমোদিত অবৈধভাবে নির্মিত ভবন সমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও অংশ নেন সহকারী অথরাইজড অফিসার মোঃ হামিদুল হক, ইমারত পরিদর্শক মোঃ তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, এ এস এম মিজান, মোহাম্মদ আবু জাফর ইকবাল, মোঃ শাহদাত হোসাইন, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল এবং চউকের ম্যাজিস্ট্রেট শাখার অফিস সহায়ক মিথু চৌধুরী।




