মিরসরাই প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি অভিযানে ১০ হাজার ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) ভোরে মিরসরাইয়ের বড়তাকিয়া অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক ও বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব অভিযান চালানো হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ভোরে বড়তাকিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে ‘রিল্যাক্স কুং এসি এয়ারকন’ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১২-২৫৩৩) তল্লাশি চালানো হয়। এসময় বাসচালকের সিটের পাশে থাকা একটি বক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। বাসটি জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাসের চালক ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর গ্রামের বকু বেপারীর ছেলে রুবেল বেপারী (৩৭) এবং বাসের সুপারভাইজার ঢাকার মুগদা থানার মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে মিরাজুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করা হয়।
এদিকে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ডের ফারাজ স্টোরের সামনে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বারইয়ারহাট পৌরসভার পূর্ব জামালপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে এনামুল হক রানা (২৪), দক্ষিণ জামালপুর গ্রামের কাজী বাড়ির সিদ্দিক আহম্মদের ছেলে মোঃ সোহেল (৪০), ধুম ইউনিয়নের মোবারক ঘোনা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে মো. আল আমিন (২০)।




