নগর প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর উদ্যোগে আজ  সোমবার(০৬ অক্টোবর) দুপুরে চউক হলরুমে ‘বিশ্ব বসতি দিবস’ উদযাপিত হয়েছে। ১৯৮৬ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সিডিএ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম।

বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য হলো- ‘Urban Crisis Response’, যার ভাবানুবাদ করা হয়েছে ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’।

May be an image of 6 people, people studying, dais, temple and text

চউক প্রাঙ্গন হতে সংলগ্ন সড়ক ঘুরে পূনরায় বর্ণাঢ্য র‌্যালিটি চউকে এসে সমাপ্তির পর সিডিএ হল রুমে আলোচনা সভা ও “নগর সমস্যা- চট্টগ্রাম পরিপ্রেক্ষিত “ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়।

সিডিএ সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহীনুল ইসলাম খান ও চউক বোর্ড সদস্য স্থপতি পরিকল্পনাবিদ সৈয়দা জেরিনা হোসেন সেমিনারে মুখ‍্য আলোচক ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, সিডিএ বোর্ড সদস্য প্রকৌশলী শাখাওয়াত হোসেন, স্থপতি ফারুক আহমদ, সিডিএ স্থায়ী সদস্য প্রকৌশলী মোঃ জামিলুল রহমান, সিডিএ বোর্ড সদস্য ও গণপূর্ত বিভাগ চট্টগ্রাম এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেন ও আইএবি চট্টগ্রাম এর চেয়ারম্যান স্থপতি ফজলে ইমরান রানা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিএ সিস্টেম এনালিস্ট মোঃ মোস্তফা জামাল।

May be an image of ‎4 people and ‎text that says "‎함천어 কনা THP 2U3E ኣካቲ KTE Mirbansmb Tenponи alPe 7swe0p 김원민과 กวทมี ABhet Darytua LGN 정반류 冷州 농달도 מיקה গ্রাম উনয়ন কর্তৃপক্ষ "পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া" বিশ্ব বসতি দিবস ২০২৫ ০৬ অক্টোবর, ২০২৫ শ্রিঃ, সোমবার ema-aB World Habitat Dayl crisis Day response‎"‎‎

এছাড়াও রিহ্যাব, চট্টগ্রাম জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ চট্টগ্রাম জোন এবং গণপূর্ত বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

 বক্তারা বলেন, চট্টগ্রামের মানুষের বাসস্থান নিশ্চিতকরণে সিডিএ এর দায়িত্ব ও তাঁদের প্রচেষ্টার কথা স্মরণ করেন। সকল মানুষকে গৃহহীনতার অভিশাপ থেকে মুক্ত করার প্রত্যয় ও তা বাস্তবায়নে সিডিএ কাজ করে যাবে বলেও আলোচনায় আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, যে কোন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণের পূর্বে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। টেকসই নগর গড়ে তোলার জন্য নগরে যথাযথ ড্রেনেজ সিস্টেম, সবুজায়ন, পানি সরবরাহ ব্যবস্থা, রাস্তাঘাট, পার্ক ও বিনোদনের এলাকা নির্ধারণ করা জরুরি। পরিকল্পনা প্রণীত হলেও নিয়ম না মানাই মূল সমস্য। সমন্বয়ের অভাবেও আমরা কিছুটা পিছিয়ে পড়চ্ছি।

May be an image of 4 people, crowd and text

তিনি বলেন, বাসস্থান মানুষের অন্যতম মৌলিক অধিকার। চট্টগ্রামে বসবাসরত সর্বস্থরের জনসাধরণের জন্য সুলভমূল্যে এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা সম্পন্ন বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে তিনি সিডিএ এর প্রতি আহবান জানান।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম বলেন, আমাদের সুন্দর চট্টগ্রাম গড়ে তোলায় সকলকে সচেতন হতে হবে। আজকের সেমিনারে শিক্ষনীয় বিষয়গুলো ফুটে উঠেছে। সমন্বিত কাজের মাধ্যমে সিডিএ তার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে, এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে মূল্যবান সময় প্রদান করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সিডিএ এর পক্ষে আরও উপস্থিত ছিলেন- সচিব রবীন্দ্র চাকমা, প্রকৌশলী হাসান বিন শামস, স্পেশাল ম্যাজিষ্ট্রেট মো: নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, মোহাঃ মনজুর হাসান, নগর পরিকল্পনাবিদ আবু ঈসা আনসারি , নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, অথরাইজড অফিসার কাদের নেওয়াজ ও তানজিব, স্থপতি মোঃ গোলাম রব্বানী ও প্রকৌশলী মাহফুজুর রহমান সহ সিডিএ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

নগর প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর উদ্যোগে আজ  সোমবার(০৬ অক্টোবর) দুপুরে চউক হলরুমে ‘বিশ্ব বসতি দিবস’ উদযাপিত হয়েছে। ১৯৮৬ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সিডিএ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম।

বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য হলো- ‘Urban Crisis Response’, যার ভাবানুবাদ করা হয়েছে ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’।

May be an image of 6 people, people studying, dais, temple and text

চউক প্রাঙ্গন হতে সংলগ্ন সড়ক ঘুরে পূনরায় বর্ণাঢ্য র‌্যালিটি চউকে এসে সমাপ্তির পর সিডিএ হল রুমে আলোচনা সভা ও “নগর সমস্যা- চট্টগ্রাম পরিপ্রেক্ষিত “ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়।

সিডিএ সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহীনুল ইসলাম খান ও চউক বোর্ড সদস্য স্থপতি পরিকল্পনাবিদ সৈয়দা জেরিনা হোসেন সেমিনারে মুখ‍্য আলোচক ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, সিডিএ বোর্ড সদস্য প্রকৌশলী শাখাওয়াত হোসেন, স্থপতি ফারুক আহমদ, সিডিএ স্থায়ী সদস্য প্রকৌশলী মোঃ জামিলুল রহমান, সিডিএ বোর্ড সদস্য ও গণপূর্ত বিভাগ চট্টগ্রাম এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেন ও আইএবি চট্টগ্রাম এর চেয়ারম্যান স্থপতি ফজলে ইমরান রানা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিএ সিস্টেম এনালিস্ট মোঃ মোস্তফা জামাল।

May be an image of ‎4 people and ‎text that says "‎함천어 কনা THP 2U3E ኣካቲ KTE Mirbansmb Tenponи alPe 7swe0p 김원민과 กวทมี ABhet Darytua LGN 정반류 冷州 농달도 מיקה গ্রাম উনয়ন কর্তৃপক্ষ "পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া" বিশ্ব বসতি দিবস ২০২৫ ০৬ অক্টোবর, ২০২৫ শ্রিঃ, সোমবার ema-aB World Habitat Dayl crisis Day response‎"‎‎

এছাড়াও রিহ্যাব, চট্টগ্রাম জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ চট্টগ্রাম জোন এবং গণপূর্ত বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

 বক্তারা বলেন, চট্টগ্রামের মানুষের বাসস্থান নিশ্চিতকরণে সিডিএ এর দায়িত্ব ও তাঁদের প্রচেষ্টার কথা স্মরণ করেন। সকল মানুষকে গৃহহীনতার অভিশাপ থেকে মুক্ত করার প্রত্যয় ও তা বাস্তবায়নে সিডিএ কাজ করে যাবে বলেও আলোচনায় আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, যে কোন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণের পূর্বে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। টেকসই নগর গড়ে তোলার জন্য নগরে যথাযথ ড্রেনেজ সিস্টেম, সবুজায়ন, পানি সরবরাহ ব্যবস্থা, রাস্তাঘাট, পার্ক ও বিনোদনের এলাকা নির্ধারণ করা জরুরি। পরিকল্পনা প্রণীত হলেও নিয়ম না মানাই মূল সমস্য। সমন্বয়ের অভাবেও আমরা কিছুটা পিছিয়ে পড়চ্ছি।

May be an image of 4 people, crowd and text

তিনি বলেন, বাসস্থান মানুষের অন্যতম মৌলিক অধিকার। চট্টগ্রামে বসবাসরত সর্বস্থরের জনসাধরণের জন্য সুলভমূল্যে এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা সম্পন্ন বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে তিনি সিডিএ এর প্রতি আহবান জানান।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম বলেন, আমাদের সুন্দর চট্টগ্রাম গড়ে তোলায় সকলকে সচেতন হতে হবে। আজকের সেমিনারে শিক্ষনীয় বিষয়গুলো ফুটে উঠেছে। সমন্বিত কাজের মাধ্যমে সিডিএ তার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে, এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে মূল্যবান সময় প্রদান করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সিডিএ এর পক্ষে আরও উপস্থিত ছিলেন- সচিব রবীন্দ্র চাকমা, প্রকৌশলী হাসান বিন শামস, স্পেশাল ম্যাজিষ্ট্রেট মো: নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, মোহাঃ মনজুর হাসান, নগর পরিকল্পনাবিদ আবু ঈসা আনসারি , নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, অথরাইজড অফিসার কাদের নেওয়াজ ও তানজিব, স্থপতি মোঃ গোলাম রব্বানী ও প্রকৌশলী মাহফুজুর রহমান সহ সিডিএ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।