নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় সময় ঘটছে দূর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। তাই এ মহাসড়ক ৬ লেনে উন্নীত করা অপরিহার্য হয়ে পড়েছে। ফলে জনসাধারণ দীর্ঘদিন থেকে এসড়ক ৬ লেন করার দাবী জানিয়ে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বার বার আশ্বাস দিলেও দৃশ্যমান কোন উদ্যোগ না থাকায় আবারও রাজপথে মানববন্ধন করছে এলাকাবাসী। আজ শনিবার (০৪ অক্টোবর) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে এসড়ক ৬ লেনের দাবী বাস্তবায়ন পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে অতিদ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবী পুণরায় উত্তাপন করা হয়। অন্যথায় আরো কঠোর কর্মসূচী ঘোষনার কথা বলা হয়েছে এমানববন্ধন থেকে।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেন দাবী বাস্তবায়ন পরিষদ লোহাগাড়া শাখার আহ্বায়ক মোহাম্মদ ফারুক।

প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এড. ফরিদ উদ্দিন খাঁন।

বক্তব্য রাখেন- দাবী বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাছির উদ্দিন মিজান, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, এনসিপির লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী রিদুয়ান রায়হান, নিরাপদ সড়ক চাই লোহাগাড়া সভাপতি মুজাহিদুল ইসলাম সাগর ও ঢাকসু হল সংসদ সদস্য শাহেদ ইমন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দেশের অন্যতম ব্যস্ত এসড়কে অনেক জায়গায় সরু, জাঙ্গালিয়ার মতো কিছু অংশ ঢালু ও আকাঁবাঁকা। আবার রাতের লবনের গাড়ি চলাচলের কারনে রাস্তা পিচ্ছিল হয়। ফলে দূর্ঘটনার আশংকা বেড়ে যায়। প্রত্যেকবার দূর্ঘটনার পর কর্তৃপক্ষ সড়ক প্রশ^স্থ করার জন্য আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে বাস্তবে কোন উদ্যোগ দেখা যায় না।

বক্তরা আরো বলেন, দক্ষিণ চট্টগ্রামের সর্বস্থরের মানুষ দীর্ঘদিন ধরে এসড়কের উন্নয়নের দাবী জানিয়ে আসছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এবস্থায় অতিসত্তর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজ শুরু না হলে আরো বড় অন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি দেওয়া হয়।

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় সময় ঘটছে দূর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। তাই এ মহাসড়ক ৬ লেনে উন্নীত করা অপরিহার্য হয়ে পড়েছে। ফলে জনসাধারণ দীর্ঘদিন থেকে এসড়ক ৬ লেন করার দাবী জানিয়ে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বার বার আশ্বাস দিলেও দৃশ্যমান কোন উদ্যোগ না থাকায় আবারও রাজপথে মানববন্ধন করছে এলাকাবাসী। আজ শনিবার (০৪ অক্টোবর) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে এসড়ক ৬ লেনের দাবী বাস্তবায়ন পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে অতিদ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবী পুণরায় উত্তাপন করা হয়। অন্যথায় আরো কঠোর কর্মসূচী ঘোষনার কথা বলা হয়েছে এমানববন্ধন থেকে।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেন দাবী বাস্তবায়ন পরিষদ লোহাগাড়া শাখার আহ্বায়ক মোহাম্মদ ফারুক।

প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এড. ফরিদ উদ্দিন খাঁন।

বক্তব্য রাখেন- দাবী বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাছির উদ্দিন মিজান, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, এনসিপির লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী রিদুয়ান রায়হান, নিরাপদ সড়ক চাই লোহাগাড়া সভাপতি মুজাহিদুল ইসলাম সাগর ও ঢাকসু হল সংসদ সদস্য শাহেদ ইমন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দেশের অন্যতম ব্যস্ত এসড়কে অনেক জায়গায় সরু, জাঙ্গালিয়ার মতো কিছু অংশ ঢালু ও আকাঁবাঁকা। আবার রাতের লবনের গাড়ি চলাচলের কারনে রাস্তা পিচ্ছিল হয়। ফলে দূর্ঘটনার আশংকা বেড়ে যায়। প্রত্যেকবার দূর্ঘটনার পর কর্তৃপক্ষ সড়ক প্রশ^স্থ করার জন্য আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে বাস্তবে কোন উদ্যোগ দেখা যায় না।

বক্তরা আরো বলেন, দক্ষিণ চট্টগ্রামের সর্বস্থরের মানুষ দীর্ঘদিন ধরে এসড়কের উন্নয়নের দাবী জানিয়ে আসছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এবস্থায় অতিসত্তর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজ শুরু না হলে আরো বড় অন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি দেওয়া হয়।