আনোয়ারা প্রতিনিধি : কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল। তিনি পেশায় মাইক্রোবাসের চালক। আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে তার বাড়ি। তবে একই উপজেলার বৈরাগ ইউনিয়ন এলাকায় বসবাস করে আসছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহাম্মদ সোহেল টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকা থেকে গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গোলচত্বরে নিয়ম না নেমে উল্টো পথে আসা একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Post Views: 97




