নিজস্ব প্রতিনিধি: সাতকানিয়ায় ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিদুয়ান হোসেন সম্রাট (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকালে সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের দোহাজারী-কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদুয়ান হোসেন উপজেলার নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী চেয়ারম্যান বাড়ির আবু তাহেরের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডাম্পার ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহাবুব আলম বলেন, নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




