নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দ‌ক্ষিন বন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানার নি‌র্দেশে এবং সহকারি বন সংরক্ষক(সদর) মোহাম্মদ দেলওয়ার হোসেনের নেতৃ‌ত্বে আজ মঙ্গলবার(০৯ ডিসেম্বর) খুরু‌শিয়া রেঞ্জের রেঞ্জকর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও পোমরাস্থ বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভুঁইয়া এবং রাঙ্গু‌নিয়া, প‌টিয়া ও শহর রে‌ঞ্জের সকল রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও সকল স্টা‌ফের সহ‌যোগিতায় রাঙ্গুনিয়া উপজেলার খুরু‌শিয়া রে‌ঞ্জের আওতাধীন খুরু‌শিয়া ‌বি‌টের ভোলার টিলা নামক এলাকায় অবৈধ ঘর বাড়ি উচ্ছেদ অ‌ভিযান পরিচালনা করা হয়েছে।

বন বিভাগের সংর‌ক্ষিত এলাকায় এ অভিযানে অ‌বৈধভা‌বে নি‌র্মিত দু‌টি ঘর উ‌চ্ছেদ করা হয়। উ‌চ্ছেদকালীন জবর দখলকারীর হামলায় দু’জন বনকর্মী আহত হয়েছে।

এদিকে রাঙ্গুনিয়া পোমরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভুঁইয়া এ প্রতিবেদককে জানায়, এ উচ্ছেদ অভিযান চলাকালে বনকর্মকর্তাগনের ওপর হামলাকারী দুইজন‌কে হাতে নাতে ধৃত করা হয়েছে। তাছাড়া গুরুতর আহত দুই বনকর্মকর্তাকে রাঙ্গুনিয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে পোমরা বন বিটের ডেপুটি রেঞ্জার খন্দকার মাহাববুর রহমান জানায়, আহত বন কর্মকর্তাগন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে রাঙ্গুনিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন রয়েছেন। ধৃত দুই আসামি কে আদাল‌তে সোপর্দ করা হয়, তা‌দের বিরু‌দ্ধে বন মামলা সহ জি.আর, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দ‌ক্ষিন বন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানার নি‌র্দেশে এবং সহকারি বন সংরক্ষক(সদর) মোহাম্মদ দেলওয়ার হোসেনের নেতৃ‌ত্বে আজ মঙ্গলবার(০৯ ডিসেম্বর) খুরু‌শিয়া রেঞ্জের রেঞ্জকর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও পোমরাস্থ বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভুঁইয়া এবং রাঙ্গু‌নিয়া, প‌টিয়া ও শহর রে‌ঞ্জের সকল রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও সকল স্টা‌ফের সহ‌যোগিতায় রাঙ্গুনিয়া উপজেলার খুরু‌শিয়া রে‌ঞ্জের আওতাধীন খুরু‌শিয়া ‌বি‌টের ভোলার টিলা নামক এলাকায় অবৈধ ঘর বাড়ি উচ্ছেদ অ‌ভিযান পরিচালনা করা হয়েছে।

বন বিভাগের সংর‌ক্ষিত এলাকায় এ অভিযানে অ‌বৈধভা‌বে নি‌র্মিত দু‌টি ঘর উ‌চ্ছেদ করা হয়। উ‌চ্ছেদকালীন জবর দখলকারীর হামলায় দু’জন বনকর্মী আহত হয়েছে।

এদিকে রাঙ্গুনিয়া পোমরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভুঁইয়া এ প্রতিবেদককে জানায়, এ উচ্ছেদ অভিযান চলাকালে বনকর্মকর্তাগনের ওপর হামলাকারী দুইজন‌কে হাতে নাতে ধৃত করা হয়েছে। তাছাড়া গুরুতর আহত দুই বনকর্মকর্তাকে রাঙ্গুনিয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে পোমরা বন বিটের ডেপুটি রেঞ্জার খন্দকার মাহাববুর রহমান জানায়, আহত বন কর্মকর্তাগন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে রাঙ্গুনিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন রয়েছেন। ধৃত দুই আসামি কে আদাল‌তে সোপর্দ করা হয়, তা‌দের বিরু‌দ্ধে বন মামলা সহ জি.আর, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।