ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারে অনলাইন জুয়ার কারণে ঋণগ্রস্ত হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে যুবক ইমরান। শহরের ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইমরান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো, সাথে তিনি মাদকাসক্তও ছিলেন। এছাড়া তিনি অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহতের স্বজনরা জানান, ইমরানকে একটি রুমের ভেতর থেকে ফ্যানের সাথে রশি লাগানো অবস্থায় তারা উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, প্রাথমিক তদন্ত বলছে এটি আত্মহত্যা। যুবকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারে অনলাইন জুয়ার কারণে ঋণগ্রস্ত হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে যুবক ইমরান। শহরের ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইমরান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো, সাথে তিনি মাদকাসক্তও ছিলেন। এছাড়া তিনি অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহতের স্বজনরা জানান, ইমরানকে একটি রুমের ভেতর থেকে ফ্যানের সাথে রশি লাগানো অবস্থায় তারা উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, প্রাথমিক তদন্ত বলছে এটি আত্মহত্যা। যুবকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।