দি ক্রাইম প্রতিবেদক: দৈনিক ১৪ কোটি ৩০ লাখ লিটার উৎপাদন ক্ষমতা নিয়ে আগামী ১৬ মার্চ (বুধবার) চট্টগ্রাম ওয়াসার মেগা প্রকল্প শেখ হাসিনা পানি শোধনাগার-২ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ওইদিন সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এটি উদ্বোধন করবেন।
এ প্রসঙ্গে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প উপ পরিচালক নুরুল আমিন বলেন, আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর একটি হোটেল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন।
সূত্রটি জানায়, ২০১৬ সালে শেখ হাসিনা পানি সরবরাহ প্রকল্প-২ এর কাজ শুরু হয়। তিনটি প্যাকেজের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্যাকেজ-১ এর অধীনে ইনটেক ও ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, নাসিরাবাদে রিজার্ভার এবং হালিশহরে এলিভেটেড ট্যাংক নির্মাণ করা হয়। প্যাকেজ-২ এর অধীনে ট্রান্সমিশন ও কনভেয়েন্স পাইপলাইন নির্মাণ এবং প্যাকেজ-৩ এর অধীনে নগরীর পুরাতন পাইপলাইনের পরিবর্তে নতুন পাইপলাইন বসানো হচ্ছে। ২০২১ সালের ১৬ মার্চ এটি আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হয়। এর এক বছরের মাথায় এসে এটি উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটির দৈনিক উৎপাদন ক্ষমতা ১৪ কোটি ৩০ লাখ লিটার। তবে বর্তমানে উৎপাদন করা হচ্ছে দৈনিক ৮ কোটি লিটার। নগরীর পানি সরবরাহের পুরাতন পাইপলাইনের পরিবর্তে নতুন লাইন বসানোর পর প্রকল্পটি থেকে পুরোদমে উৎপাদন করা হবে। ওয়াসা সবগুলো প্রকল্প থেকে বর্তমানে নগরীতে দৈনিক পানি সরবরাহ দেয় দৈনিক ৪৫ কোটি লিটার। শেখ হাসিনা পানি শোধনাগার পুরোদমে চালু হলে ওয়াসার পানি সরবরাহ আরো বৃদ্ধি পাবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেখ হাসিনা পানি সরবরাহ প্রকল্প-২ এর পরিচালক ও ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প -২ ওয়াসার সবচেয়ে মেগা প্রকল্প। রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকায় কর্ণফুলী নদী থেকে পানি উত্তোলন করে পরিশোধনের পর পাইপলাইনের মাধ্যমে নাসিরাবাদে রিজার্ভার এবং হালিশহরে এলিভেটেড ট্যাংকের মাধ্যমে গ্রাহকদের মাঝে পানি সরবরাহ করা হচ্ছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, শেখ হাসিনা পানি সরবরাহ প্রকল্প-২ এ যাবতকালে বাস্তবায়নকৃত সবচেয়ে বড় প্রকল্প। প্রকল্পটি থেকে নগরবাসীর পানি সমস্যা অনেকটা লাঘব হয়েছে। আগামী ১৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনা ভার্চুয়ালি এটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সূত্রটি আরো জানায়, জাপানের জাইকা, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসার যৌথ অর্থায়নে প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৪ শত ৯১ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে জাইকা ৩ হাজার ৬ শত ২৩ কোটি ২৮ লাখ, বাংলাদেশ সরকার ৮ শত ৪৪ কোটি ৮০ লাখ এবং চট্টগ্রাম ওয়াসার তহবিল থেকে ২৩ কোটি ৭ লাখ টাকা অর্থায়ন করছে।




