উত্তরা প্রতিনিধিঃ দেশের বহুল পরিচিত “দি ক্রাইম” পত্রিকার রাজধানীর উত্তরা প্রতিনিধি ইজাজুলকে প্রাণনাশের হুমকি দিয়েছে যুবদল নেতা সবুজ। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যুবদল নেতা ওই সাংবাদিকের ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে ম্যাসেজ করে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয়।
এবিষয়ে উত্তরার গণমাধ্যমকর্মীরা একত্রিত হয়ে দক্ষিন খান থানায় ঐ সাংবাদিকের প্রান ঝুকিসংক্রান্ত নিরাপত্তার জন্য সাধারণ ডাইরী করেন।যাহার জিডি ট্র্যাকিং নম্বর ১০৭৬। ইতিপর্বে দি ক্রাইম পত্রিকায়, সিংড়া বিএনপির বলিষ্ট ও সুবিধাবাদী নেতা আইনজীবী ইউসুবের বিরুদ্ধে শ্রম- আদালতে শ্রমিকদের নিয়ে ডক্টর ইউনুসের ( বর্তমান সরকার প্রাধান) সাজানো মিথ্যা মামলার ১২ কোটি টাকার ফি বানিজ্য এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সাথে তার ঘনিষ্ঠ যোগসাজশের বিষয়টি উন্মোচন হলে ঐ আইনজীবির কর্মীরা সাংবাদিক ইজাজুল এর উপর ক্ষিপ্ত হতে শুরু করে। তারই জের ধরে নাটোর সিংড়া ৩ আসনে বিএনপি’র মনোনয়ন থেকে ছিটকে পড়া প্রার্থী ইউসুফ এর কাছের কর্মী সবুজ আলী তাকে প্রাণনাশের হুমকিটি দেয়।
এ বিষয়ে মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি হাবিব বলেন, যুবদলের নেতা পরিচয়ে একজন গণমাধ্যম কর্মীকে হুমকি দেওয়া জনগণের জন্য কাম্য না।অভিযোগটি আমলে নেয়ার দাবি জানিয়ে সাবেক ক্যাব নেতা ও দৈনিক জনতা পত্রিকার চিপ রিপোর্টার হাবিব বলেন,জিডি পরবর্তী দ্রুত প্রসিউকিশনের জন্য আমরা উচ্চ মহলে কাজ করবো। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে আপনি কলম চালাবেন। আমরা জিডি’র কপি ও হুমকির ডকুমেন্ট নিলাম থানা ও আদালত পর্যন্ত আপনার পাশে থাকবো।
ম্যাসেজে হুমকি প্রদান কালে ইউনিয়ন যুবদল নেতা সবুজ বলেন,” জনাব ব্যারিস্টার ইউসুফ আলীর সাথে যে এবং পলকের যোগসাজেশ আছে এটা কি তোমাদের কাছে সঠিক তথ্য প্রমান আছে? প্রমাণ না থাকলে তোমার পাছার মধ্যে বাঁশ ঢুকবে”।ওই রিপোর্টারকে বুকে পিঠে গুলিকরে সাংবাদিকতা শেখানোর মত উগ্র আচারণ করেন।




