রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা বড়পীর গাউছ্ল আজম আবদুল কাদের জীলানীর আস্তানা শরীফে বার্ষিক উরস শরীফ অনুষ্ঠিত হয় । পবিত্র উরস শরীফ উপলক্ষে খতমে গাউসয়া,খতমে বোখারী শরীফ, মিলাদ মাহফিল ও জীলানী হেফজখানার ৫জন হাফেজকে দস্তারবন্দ্বী প্রদান ও ওরশ শরীফে আগত আশেক ভক্ত এলাকাবাসীর মধ্যে তবরুক বিতরণ করা হয়।

হযরত আবদুল কাদের জীলানী ট্রাস্টের সভাপতি মাহাবুল আলম, সাধারন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী, জানে আলম দুলাল, মোহাম্মদ হানিফ, নেজাম উদ্দিন শহীদসহ উরস পরিচালনা কমিটির নেতুবৃন্দ এই উরস শরীফের আয়োজন করেন ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে উরস শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালন করা হয় ।

একেই স্থানে বড়পীর শাহ পুর্ব আস্তানায় ও প্রবীণ শিক্ষক সোলায়মান, সোলাইমান বাদশা, তৌফিকুল হোসাইন লোকমান, হাসান মুরাদ রাজু, ইউছুপ, শাহাজাহান, করিম, আজাদ, আমান উল্ল্রাহ, এরশাদ উল্ল্রাহ, হাবিবুর রহমান, কামালউদ্দিন সোহেলের নেতৃত্বে উরস শরীফ অনুষ্ঠিত হয় ।

রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা বড়পীর গাউছ্ল আজম আবদুল কাদের জীলানীর আস্তানা শরীফে বার্ষিক উরস শরীফ অনুষ্ঠিত হয় । পবিত্র উরস শরীফ উপলক্ষে খতমে গাউসয়া,খতমে বোখারী শরীফ, মিলাদ মাহফিল ও জীলানী হেফজখানার ৫জন হাফেজকে দস্তারবন্দ্বী প্রদান ও ওরশ শরীফে আগত আশেক ভক্ত এলাকাবাসীর মধ্যে তবরুক বিতরণ করা হয়।

হযরত আবদুল কাদের জীলানী ট্রাস্টের সভাপতি মাহাবুল আলম, সাধারন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী, জানে আলম দুলাল, মোহাম্মদ হানিফ, নেজাম উদ্দিন শহীদসহ উরস পরিচালনা কমিটির নেতুবৃন্দ এই উরস শরীফের আয়োজন করেন ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে উরস শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালন করা হয় ।

একেই স্থানে বড়পীর শাহ পুর্ব আস্তানায় ও প্রবীণ শিক্ষক সোলায়মান, সোলাইমান বাদশা, তৌফিকুল হোসাইন লোকমান, হাসান মুরাদ রাজু, ইউছুপ, শাহাজাহান, করিম, আজাদ, আমান উল্ল্রাহ, এরশাদ উল্ল্রাহ, হাবিবুর রহমান, কামালউদ্দিন সোহেলের নেতৃত্বে উরস শরীফ অনুষ্ঠিত হয় ।