নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর দারুসসালামে থানা আওয়ামীলীগ নেতার অফিসে হামলা, ভাংচুর ও নগদ টাকা লুন্ঠনের ঘটনা ঘটেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, গত  ১৪ ফেব্রুয়ারী বিকাল আনুমানিক ৫ টায় দারুসসালাম থানাধীন আনন্দ নগর ১৫/ এ হোল্ডিং এর টালী কোম্পানি কনভেনশন এন্ড কিচেন নামক ব্যাবসা প্রতিষ্ঠানে ঢুকে ১০/১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। প্রতিষ্ঠানের ম্যানেজার টাকা দিতে রাজি না হলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর ভাংচুর ও লুটপাট চালায়।

জানা গেছে, প্রতিষ্ঠানটি দারুস সালাম থানার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের। অভিযোগ উঠেছে, অত্র এলাকার শাওন হোসেন (২৫) পিতা- কুদু মিয়া মাতা সখিনা,মোঃ সাগর (২৮) পিতা কাশেম,মোঃ রাসেল(২২), রতন (২৩), মোঃ আনোয়ার (২৪) মোঃ জীবন( ৩০), সহ ১০ /১২ জন মিলে ঘঠনাটি ঘটায়। এসময় হামলা কারীরা ২৫ হাজার টাকার আসবাস পত্র ভাংগে এবং সারোয়ার সাহেব কে জখম করে ৪০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।পরে এবিষয়ে গোলাম সারোয়ার বাদি হয়ে দারুস সালাম থানায় মামলা ও অভিযোগ করেন। এমন নগ্নভাবে লুটপাট ও মারধরের ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত।

এবিষয়ে দারুস সালাম থানার ওসি বলেন, আমরা সঠিক তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিবো।

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর দারুসসালামে থানা আওয়ামীলীগ নেতার অফিসে হামলা, ভাংচুর ও নগদ টাকা লুন্ঠনের ঘটনা ঘটেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, গত  ১৪ ফেব্রুয়ারী বিকাল আনুমানিক ৫ টায় দারুসসালাম থানাধীন আনন্দ নগর ১৫/ এ হোল্ডিং এর টালী কোম্পানি কনভেনশন এন্ড কিচেন নামক ব্যাবসা প্রতিষ্ঠানে ঢুকে ১০/১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। প্রতিষ্ঠানের ম্যানেজার টাকা দিতে রাজি না হলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর ভাংচুর ও লুটপাট চালায়।

জানা গেছে, প্রতিষ্ঠানটি দারুস সালাম থানার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের। অভিযোগ উঠেছে, অত্র এলাকার শাওন হোসেন (২৫) পিতা- কুদু মিয়া মাতা সখিনা,মোঃ সাগর (২৮) পিতা কাশেম,মোঃ রাসেল(২২), রতন (২৩), মোঃ আনোয়ার (২৪) মোঃ জীবন( ৩০), সহ ১০ /১২ জন মিলে ঘঠনাটি ঘটায়। এসময় হামলা কারীরা ২৫ হাজার টাকার আসবাস পত্র ভাংগে এবং সারোয়ার সাহেব কে জখম করে ৪০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।পরে এবিষয়ে গোলাম সারোয়ার বাদি হয়ে দারুস সালাম থানায় মামলা ও অভিযোগ করেন। এমন নগ্নভাবে লুটপাট ও মারধরের ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত।

এবিষয়ে দারুস সালাম থানার ওসি বলেন, আমরা সঠিক তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিবো।