প্রেস বিজ্ঞপ্তি: (দ.), পীরে কামেল শাহসূফি মাওলানা মীর মাহবুবুল আলম মুনিরীর (রহ.) ২৩তম বার্ষিক ওরশ শরিফ এবং ধলই মুনিরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪৩তম বার্ষিক সভা আগামী ১৯ ও ২০ মে হাটহাজারী ধলইস্থ মুনিরীয়া মাহবুবীয়া দরবার শরিফে অনুষ্ঠিত হবে।
দু’দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে ১৯ মে রবিবার দাওয়াতে খায়ের মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে। ২০ মে সোমবার খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ.), ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান, হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা এবং মিলাদ কেয়াম শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় আখেরী মুনাজাত করা হবে।
মাহফিলে উদ্বোধক থাকবেন পীরে তরিকত আল্লামা শাহসূফি সৈয়দ আবু জাফর মুনিরী।
প্রধান অতিথি থাকবেন চেয়ারম্যান এম এ মনছুর।
সভাপতিত্ব করবেন ধলই মীর মুনিরীয়া মাহবুবীয়া দরবার শরিফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা অধ্যাপক মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনিরী। পদস্থ ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ওলামায়ে কেরাম মাহফিলে অতিথি ও আলোচক থাকবেন। দরবারের ভক্ত অনুরক্তদেরকে ওরশ মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।




