ঢাকা ব্যুরো: সোশ্যাল ইসলামী ব্যাংক- এর উপশাখাসমূহের ব্যবসায়িক সম্মেলন আজ শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

May be an image of one or more people and dais

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ-এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান।

May be an image of ‎8 people, dais and ‎text that says "‎ك SIBU SUB-BRANCH BUSINESS CONFE 2024 Social ASIBL Islami Bank PLC SUB-BRANCH CONFERENCE-2024 BUSINESS Chief Guest Mr. Zafar Alam Managing Director CEO. Social Islami Bank PLC. 27 April 2024 FARS Hotel Bonorts, Dhaka SUB-BRANCH BUSINESS CONFERENCE 2024 27 April 2024 FARS Hotel Resorts Dhaka SIBL Banik PLC social Islami ami ብረ Social Islami Bar‎"‎‎

এছাড়াও ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং দেশব্যাপী বিস্তৃত ২২৬টি উপশাখার ইনচার্জগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৪ সালের জন্য উপশাখাসমূহের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, আমাদের ব্যাংক ক্রমশঃ সফলতার পথ ধরে হাটছে এবং ২০২৩ সালেও আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, এবছরও ব্যাংকের মুনাফা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে আপনারা আগের চেয়েও উদ্যমী হয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। আজকের এই সম্মেলনে আলোচনা পর্যালোচনা করে গৃহীত ব্যবসায়িক কৌশলসমূহ বাস্তবায়নে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা ব্যুরো: সোশ্যাল ইসলামী ব্যাংক- এর উপশাখাসমূহের ব্যবসায়িক সম্মেলন আজ শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

May be an image of one or more people and dais

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ-এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান।

May be an image of ‎8 people, dais and ‎text that says "‎ك SIBU SUB-BRANCH BUSINESS CONFE 2024 Social ASIBL Islami Bank PLC SUB-BRANCH CONFERENCE-2024 BUSINESS Chief Guest Mr. Zafar Alam Managing Director CEO. Social Islami Bank PLC. 27 April 2024 FARS Hotel Bonorts, Dhaka SUB-BRANCH BUSINESS CONFERENCE 2024 27 April 2024 FARS Hotel Resorts Dhaka SIBL Banik PLC social Islami ami ብረ Social Islami Bar‎"‎‎

এছাড়াও ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং দেশব্যাপী বিস্তৃত ২২৬টি উপশাখার ইনচার্জগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৪ সালের জন্য উপশাখাসমূহের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, আমাদের ব্যাংক ক্রমশঃ সফলতার পথ ধরে হাটছে এবং ২০২৩ সালেও আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, এবছরও ব্যাংকের মুনাফা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে আপনারা আগের চেয়েও উদ্যমী হয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। আজকের এই সম্মেলনে আলোচনা পর্যালোচনা করে গৃহীত ব্যবসায়িক কৌশলসমূহ বাস্তবায়নে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।